আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বাংলাদেশ ফিরিয়ে দাও: নিরব প্রতিবাদ

টুকিটাকি ভাবনাগুলো

একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহনের অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের রয়েছে। একদিকে নির্বাচন কমিশনের কার্যক্রমের উপর জনগন আস্থা হারিয়েছেন অপরদিকে 14 দলের বর্তমান অবরোধ কার্যক্রমে জনগন অতিষ্ট। 4 দলের ক্রমাগত উস্কানিমুলক মনোভাবে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠেছে। কেউই জনগনের জন্য কিছু ছাড় দিতে ইচ্ছুক নয়। সবাই নিজের তালগাছ অাঁকড়ে ধরে আছে।

এ অবস্থায় সাধারন জনগনের কি করবার আছে? আমাদের চুপ করে থাকলে চলবেনা। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমাদেরও এগিয়ে আসতে হবে। 1969-71 সালের সেই দিনগুলোতে বুকে বা হাতে একটি আয়তাকার কালো ব্যাজ ধারন করা পাকিস্তানী বৈষম্যমুলক শাষন ও নিপীঢ়নের বিপক্ষে একটি বলিষ্ঠ প্রতিবাদ ছিল। রাজনৈতিক অরাজনৈতিক প্রায় সবাই এটি পড়ত এবং তখন এটি বাঙালীদের অধিকার আদায়ের একটি প্রতীকি প্রতিবাদ হয়ে গিয়েছিল। আসুন আমরা সবাই এরকম একটি কালো ব্যাজ পড়া শুরু করি।

প্রদর্শন করুন আপনার কালো ব্যাজ বুকে বা হাতে, অথবা উঠান কালো ফ্লাগ বাড়ীর ছাদে। প্রতিরোধ করুন প্রহসনমুলক নির্বাচনের প্রচেষ্টা এবং প্রতিবাদ করুন আপনার নামে জায়েজ করতে চাওয়া সহিংসা ও অবরোধের ডাক। দেখান দলমত নির্বিশেষে আমরা সবাই এতে একমত। বাংলাদেশের ভবিষ্যতে আপনিও ভুমিকা রাখুন। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.