আমাদের কথা খুঁজে নিন

   

সভ্য সমাজ অসভ্যতার শিখরে

মানুষ, তুমি সভ্য হও। নিজের প্রথম ব্লগে কি লিখবো বুঝে উঠতে পারছিলাম না, তাই নামের সাথে মিল রেখেই একটা কিছু লিখছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সভ্যতার শুরু সেই কবে থেকে তা আমার জানা নেই। তবে আমার মনে হয় মানুষ সভ্য হবার পর থেকেই সভ্যতার শুরু।

আদিম মানুষ কেমন অসভ্য ছিলো তা আমি জানি না, তবে আমরা সভ্য মানুষের মুখোশ পরে যা করছি তা করতো কিনা তাতে আমার যথেস্ঠ্য সন্দেহ আছে। প্রতিদিনই পত্রিকার পাতা খুললেই খুন-খারাপি, রাহাযানি, ধর্ষণ, চুরি-ডাকাতি, সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি দেখা যাবেই। এটাই কি আমাদেরকে সভ্য মানুষ হিসেবে প্রকাশ করে? আমার তো মোটেই মনে হয় না। আমরা মনুষ্য জাতি, সৃষ্টির নাকি সেরা জীব? হ্যা সত্যি ই তো আমরাই সেরা জীব। আমরা অন্য জীবদের থেকে আলাদা।

অন্য জীব তো আমাদের মতো এমন হত্যা, ধর্ষন, ডাকাতি করে না। আমরা মানুষ নিজেদেরকে নিজেরাই স্বীকৃতি দিয়েছি যে আমরাই সবার থেকে সেরা, কিন্তু নিজেদের কমতি গুলো মানতেই চাই না। নানা উদাহরনের মাধ্যমে আমরা আমাদের ঘাটতি গুলো জানতে পারি। যেমন, কলা খাবার প্রতিযোগিতায় একটি হাতীর সাথে অথবা কুকুরের ঘ্রানশক্তির সাথে অথবা কবুতরের এক ঘন্টাই মৈথুনে লিপ্ত হবার সাথে অথবা দৌড় প্রতিযোগীতায় ঘোড়ার সাথে অথবা কুকুরের বংশ বৃদ্ধির সাথে নিজেদের তুলনা করতে পারি? আমার মনে হয় এগুলোর ক্ষেত্রে মানুষ হেরেই যাবে। মানুষ সৃষ্টির সেরা জীব কারন তাদের BRAIN. যা অন্য প্রাণীদেরও আছে কিন্তু প্রয়োগ করবার ক্ষমতা নেই, আর মানুষের আছে।

এটিই মনে হয় মূল পার্থক্য। কিন্তু মানুষ এটার এক কথাই অপব্যাবহারই করছে। কিভাবে করছে? আপনার মনে হতে পারে হত্যা, খুন, ধর্ষন, সংঘর্ষ ইত্যাদির মাধ্যমে। কিন্তু আমার তা মনে হয় না। আর একটু গভীরে চিন্তা করলেই বিষয়টা স্পষ্ট হয়।

মানুষ আর অন্য প্রাণী ঊভয়ই একই কাজ গুলো করছে। যেমন- খাদ্য সংগ্রহ, বাসস্থান নির্বাচন, আত্মরক্ষা করা, ভবিষতের চিন্তা, বংশ বিস্তার ইত্যাদি। মানুষ এগুলো একটু উন্নত ভাবে করছে আর অন্য প্রাণী নিম্ন ভাবে করছে। কিন্তু উভয়ই একই কাজ গুলো করছে ভিন্ন ভিন্ন ভাবে। এভাবে উন্নত পশুত্য জীবন না বেছে, মানুষের বুদ্ধির প্রয়োগ একটু অন্য ভাবে করা উচিত।

প্রতিটা দেহে জীবন বলে যে একটা জিনিষ আছে, সেটার উদ্ভব ও বিনাশ নিয়ে গবেষনা করা উচিত। এটা কোথাহতে এলো আর কোথায়ই বা হারিয়ে গেলো? তাহলে যদি একটু আমাদের অসভ্য বৈশিষ্ঠ্য গুলো লোপ পায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।