আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়কের আন্দোলনের নামে মাঠ গরম না 

তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে মাঠ গরম না করে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে আলোচনায় বসার জন্য বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য নির্দলীয় সরকার একমাত্র শর্ত নয়। বাংলাদেশে '৯০-এর পরে প্রত্যেকটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরাজিত দল এ নির্বাচনের ফল মানেনি, নির্দলীয় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সংসদকে কার্যকর করতে দেননি। তাই তত্ত্বাবধায়ক সরকার মুখ্য নয়। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে যা যা করা দরকার তা নিয়ে আলোচনা হতে পারে। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনসহ প্রশাসনের কর্মকর্তা ও মহাজোটের নেতারা উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.