আমাদের কথা খুঁজে নিন

   

কোন্দল নিরসনে দক্ষিণাঞ্চল সফরে আওয়ামী লীõ

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের জনসমর্থন এবং গ্রহণযোগ্যতা যাচাইয়ে শীঘ্রই বরিশালসহ দক্ষিণাঞ্চল সফরে আসছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক টিম। মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপারে তৃণমূল নেতা-কর্মীদের মতামত সরাসরি জানার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করাই এ সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র। এ লক্ষ্যে ইতোমধ্যে দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। টিমের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমু এমপি। এ ছাড়া উপদেষ্টা মণ্ডলীর আরেক সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান তোফায়েল আহমেদ এমপি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে ওই টিমের সদস্য করা হয়েছে। আগামী সপ্তাহে ওই টিমের দক্ষিণাঞ্চল সফর সূচি ঘোষণা করা হবে বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় নেতাদের এই সফর তৃণমূল নেতা-কর্মীদের চাঙ্গা করবে বলে মনে করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম জানান, কেন্দ্রীয় নেতাদের এ সফর দশম জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাম না প্রকাশের শর্তে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা জানান, এ সফরে বিবদমান হাসানাত ও হিরণ কোন্দল মিটিয়ে ওই দুই নেতার মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র শওকত হোসেন হিরণের মৌন দ্বন্দ্ব চলছিল অনেক দিন ধরে। এই দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয় সম্প্রতি সমাপ্ত সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিরণের পরাজয়ের মধ্য দিয়ে। নির্বাচন-পরবর্তী এক কর্মী সমাবেশে হিরণ তার পরাজয়ের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি হাসানাতকে প্রকাশ্যে দায়ী করেন। এরপর থেকে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে এই দুই নেতার অনুসারীদের মাঝে। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এ সফর দল সুসংগঠিত করার পাশাপাশি বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করবে। মনোনয়নপ্রত্যাশীদের এলাকা সফরকালে দলের নেতা-কর্মী ও জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতার ধারণা পাওয়া যাবে। বরিশালে হাসানাত-হিরণ দ্বন্দ্ব নিরসন সম্পর্কে তিনি বলেন, এ দুই নেতার কোন্দল নিরসনের উদ্যোগ অনেক দূর এগিয়েছে। অচিরেই তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলে তার প্রত্যাশা। সফর শেষে তাদের পর্যবেক্ষণ দলের সর্বোচ্চ ফোরামে তুলে ধরা হবে বলে তিনি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.