আমাদের কথা খুঁজে নিন

   

একদিনে এত নতুন ব্লগার ?



এখানে তো করুন অবস্থা , বাইরের চেয়ে এখানকার পরিবেশ ভাল কি ? রাজনৈতিক আলাপ চালানোর জন্য বেশিরভাগ ব্লগার তাদের নতুন আই ডি খুলছে আর আমরা মিছ করতাছি এই ব্লগটারে । কি লাভ তাহলে এখানে লেইখ খা ? আর কি লাভ লেখা দেইখ খা ? বলতে পারেন আমাদের কি দোষ ছিল , আমার মনে হয় আমার মতো বেশিরভাগ ব্লগারের এখনকার প্রধান দাবি থাকবে আলাদা াএকটি অপশন করার যার মাধ্যমে রাজনৈতিক আলাপ আলাদা ভাবে চালানো যাবে । তাহলে মনে হয় না ব্লগের পরিবেশ এত টা খরাপ হবে !! ব্লগের অবস্থা এমন যে এটা এখন পাবলিক টয়লেটের মত হয়ে গেছে । হাজার মানুষ তার চাপ থাকলেও টয়লেটে ঢুকছে আর না থাকলেও টয়লেটে ঢুকছে । আর পানির তো বালাই নাই , তাই না ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.