আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে নগ্ন ভাবলে লজ্জা লাগতো

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তোমাকে নগ্ন ভাবলে লজ্জা লাগতো শাফিক আফতাব.................... কী আর দিতে পারো তুমি ! কতটুকু পারো দুফোঁটা ভালোবাসায় কী হবে এই চৈত্রের খরায় কতটুকু আর ভরাতে পারো তুমি ? কতটুকু ঘ্রাণ পাবো গোলাপের বোঁটায় ? তারচে বরং দূরে থাকো। আমি জ্বলে জ্বলে খাটিঁ সোনা হই নিরামিষ ভোজি হই।

যদি পারো আসো বর্ষায় ভাসি__কাছাকাছি__কিংবা কানামাছি খেলি গভীর ডুবে তুলে আনি মুক্তা যদি পারো জলমানবী হও__জলের গভীরে নগ্নতায় ডুবে থাকো রচিত হোক কিছু তাজা পদাবলি। তোমাকে নগ্ন ভাবলে লজ্জা লাগতো এক সময় এখন ভালো লাগে বরং না ভাবলেই মরে যাই__পুড়ে যাই। কী দ্বৈত সত্তা আমার ভিতর !! ১৫.০৯.২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.