আমাদের কথা খুঁজে নিন

   

জীবন যে গতিময় - 2



তারপর একদিন সেই প্রস্তাব দিল দেখা করার, বললো, "চল না আমরা আজ দেখা করি। " আজ ও আমার সেই সুন্দর দিনের কথা মনে পরে। সেই দিন ছিল 12ইএপ্রিল,শনিবার, সকাল 10টা বেজে 5 মিনিট। ওর ফোনটা পাওয়ার পর সব কিছু যেন কেমন বণর্ালি হয়ে উঠলো। মনে হল চারিদিক কেমন যেন একটা স্বপ্নের সাদা চাদরে ঢাকা পরেছে।

সেদিন কেন এমন অনুভূতি হয়েছিল জানিনা। হয়তো তাকে প্রথম দেখব বলে, তার মিষ্টি সেই গলার স্বর প্রথম শুনব বলে। প্রস্তাবটা তাই ফিরিয়ে দিতে পারলাম না, বললাম "ঠিক আছে। বলো কোথায় দেখা করবে। " ঠিক হল ধাবা রেস্টুরেন্টে দেখা করব বিকাল 5টায়।

ফোন রাখলাম। এখনোতো বাজে সবে সাড়ে 10টা, কি করি! ঠিক করলাম কাপড় কোনটা পরবো একটু ট্রায়াল দিয়ে দেখি। দুপুরের খাওয়া শেষ করতে করতে বেলা 3টা বেজে গেলো। এরই মধ্যে কিছুক্ষণের জন্য একটু মার্কেটে গিয়েছিলাম, ওর জন্য কিছু শপিং করতে। একটা দামি পারফিউম কিনলাম, সাথে একটা কার্ড।

বেলা 3টা 40 এ রেডি হতে গেলাম। আর তরসইছিল না। রেডি হয়ে ওকে ফোন দিলাম। ও বললো রেডি হচ্ছে। আমি মনে মনে খুবই খুশি হলাম।

ফোনটা রেখে দুকদম যেতে না যেতেই আবার ফোন বেজে উঠলো। ফোনে র রিসিভারটা কানে লাগিয়েই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, কারণ ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.