আমাদের কথা খুঁজে নিন

   

ছাগুরাম এক হইতে বাড়িয়া কত হইল , গোলাপ ফুল নাকে দিয়ে গুনিতে বাহির হইব

বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।

একটা জগত ছিল। হতে পারে তাহা পরাবাস্তব মানে ভার্চুয়াল।

তাহাকে নামকরন করা হয়েছিল সামহয়্যার ইন...মানে কোন এক মাইনকা চিপায়... সেই চিপায় এক ছাগল , রাম ছাগল হইয়া গেল। রাম ছাগল ইচ্ছে মত নোংরা আবর্জনা খাইতে লাগিল...আর লাদির পরে লাদি ছড়াইতে ছড়াইতে বেশ গতিতে হাঁটিতে লাগিল। লাদির গন্ধে এবং রূপে(উহ!) একপাল ছাগল আপন আপন কর্ম , জ্ঞান আর প্রতিভার পোষাক খুলিয়া ছুটিয়া আসিল। ছাগুরাম লাদি ছাড়ে ...ছাগলে দল কুড়াইয়া ট্যাবলেট বানাইযা খাইতে থাকে। কোন কেউ হয়তো বলিয়াছিল লাদির ট্যাবলেট খাইতে লাগিলে রাম ছাগল জইবার সম্ভাবনা খুবই বেশী।

... লাদি ল্যাবলেটের গুনাগুন খুব দ্রুতই পরিলক্ষিত হইতে লাগিল। এক রাম ছাগলের লাদি চটকাইয়া ট্যাবলেট বানাইয়া উদরে ঢালিয়া অনেকইে রাম ছাগল তৈরী হইয়া যাইতে লাগিল। ইস ব্লগে ব্লগে কেবল ছাগলের লাদি আর লাদি... মানুষ গুলো গন্ধের তীব্রতায় ঘরের দ্্বোর দিয়া নাকে গোলাপ ফুল গুঁজিয়া রাখিল। আমি চলিলাম একটা গোলাপ ফুলের সন্ধানে। কিন্তু ঘরের বাহিরে আসিয়া দেখিলাম , ওমা একি! সেই প্রাথমিক ছাগুরাম এক গর্তে পড়িয়া গেছে জোড়ে দৌড়াইতে গিয়া।

আর বাকী নব্য ছাগুরামগুলান তাহার লাদির লোভে মাটির চারপাশে গর্ত করিতেছে মুখ ঢুকাইয়া তাহার মলদেশ হইতে লাদি বাহির করিয়া আনিবে বলিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.