আমাদের কথা খুঁজে নিন

   

রমনা- মানুষের রক্তে

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মানুষের রক্তে ভেসে যায় সবুজ ঘাসের বটমূল মানুষের রক্তে ভেসে যায় রমনার বটমূল গানখানা শুনে রমনা বটমূলের সেই দুঃখজনক ঘটনার কথা মনে পড়লো। নতুন বছরের আনন্দ বোমা নামের দৈত্য নষ্ট করেছিলো সেদিন। আমিও আশে-পাশেই ছিলাম; আমার কিছু হয়নি, তবে কতোজনের জীবন সেদিন নষ্ট হয়েছিলো তা বলার অপেক্ষা রাখেনা। তান-এর গায়কদল সেই ঘটনার কথা বড্ড হৃদয়বিদারক ভাবে ফুটিয়ে তুলেছে তাদের এই 'রমনা' শিরোনামে। জানিয়েছে আমাদের প্রতিবাদ- একজনের হাত নেই একজনের পা দুটো গেছে একজনের চোখ দুটো উড়ে গিয়ে একজনের শুধু শরীরটা আছে একজনের গায়ে লাল পাড়ে সাদা শাড়ি একজনের হাতে ফুল একজন শোনে ভালোবাসার গল্প একজনে শোনে ভুল মানুষের রক্তে ভেসে যায় সবুজ ঘাসের বটমূল মানুষের রক্তে ভেসে যায় রমনার বটমূল আবার একই কান্না/ একই চিৎকার একই মাটিতে আরেক বন্ধুর সৎকার এবার বাড়িতে গেলে মায়ের সাথে শেষ কথাটা বলে এসো এবার নদীতে গেলে ঢেউয়ের সাথে শেষ কথাটা বলে এসো এবার দূরে দূরে গেলে বন্ধুর মুখে শেষ চুমুটা দিয়ে এসো এবার পথ হারিয়ে গেলে গানওয়ালার শেষ গানটা শুনে এসো এবার তুমি উঠে দাঁড়ালে সব মিথ্যের মৃতু্যদন্ড দিয়ে এসো ------------------------------------- [গাঢ়]রমনা কথা ও সুরঃ আশীষ ভট্টাচার্য্য অ্যালবামঃ এখন এখানেই গায়কদলঃ তান[/গাঢ়]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.