আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের স্রোতে রমনা একাল সেকাল


আজকের এই চঞ্ঝল মুখরিত রমনা পার্কের কালের পাতায় রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস । রমনা নাম করন করেন মোঘলরা । রমনা ইতিহাস শুরু হয় মোঘর আমল ১৬১০ খ্রী থেকে । ভারত বর্ষের রাজধানী, ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হওয়ার পর থেকে ঢাকার অনেক অঞ্ঝেলের ন্যায় রমনাও পরিনত হয় পরিত্যাক্ত এক বিরান অঞ্ঝেলে। ১৮২৫ সালে তৎকালীন ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডচ জেলের কয়েদীদের নিয়ে রমনার জঙ্গল পরিস্কারে নেমে পরেন।

রমনা ছিল তখন অনেকটা বনের মত । ১৯০৮ সালে ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার অংশ হিসেবে লন্ডন কিঊ পার্কের অন্যতম সহকর্মী আর.এল প্রাউডলকের তত্ত্বাকধানে শুরু হয় রমনার রমনার নির্মান কাজ। রমনার এই পর্বের নির্মান কাজে সময় লেগেছে প্রায় ২০ বছর । ৬৮.৫০ একর জমির উপর প্রতিষ্ঠিত রমনা পার্ক তার অবয়ব পায় ১৯৫২ সালে । রমনা পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির দুস্প্রাপ্য গাছ যেমন নাগেশ্বর,স্বর্নচাপা, কর্পুর,রিটা,অর্জুন,মহুয়া,কুসুম,তেলসুর,অশোক ইত্যাদি ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।