আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে জার্মান সেনাদের বর্বরতা

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীতে জার্মান সেনাদের এ অবধি কোন দুর্নামের মুখোমুখি হতে হয়নি। জার্মান পত্রিকা ও সংবাদমাধ্যমের খবরানুযায়ী আফগানিস্তানের তালিবানবিরোধীরা তাদেরকে সাদরেই গ্রহন করেছেন। কিন্তু এখন এ সন্মান বিলুপ্তির মুখোমুখি। এখানকার সংবাদমাধ্যম 'বিল্ডসাইতুং' গতকাল প্রথম পাতায় ছবি সহ একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখানো হয়, কিছু সৈন্য বিপীয় মৃত সৈন্যদের মাথার খুলি বেয়নেটের মাথায় নিয়ে উল্লাসে মত্ত।

কেউ তাদের য়ৌনাঙ্গের সামনে সে খুলিকে ধরে কুৎসিত অঙ্গভঙ্গী করছে। ছবিগুলো তোলা হয়েছিল 2003 সালে। ছবিগুলো প্রকাশিত হবার পর ঝড় বইছে জার্মানীর রাজনৈতিক আঙ্গনে। সৈনিকদের এধরণের বর্বরতা একেবারেই গ্রহনযোগ্য নয়, এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন চ্যানোসলর আংগেলা মার্কেল। মুললিমদের মাঝে বিক্ষোভ তুঙ্গে উঠতে পারে, এ আশঙ্কা করছে সবাই।

বিশেষ করে আফগানিস্থানে সৈনিকদের উপরে প্রতিশোধমূলক আক্রমণ আসতে পারে, এ ভয়ে ভীত এখানকার মহল। এ অবধি ছয়জন সৈন্যকে সনাক্ত করা হয়েছে। তিনজনকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকী দু'জন এখন সেনাবাহিনী ত্যাগ করে থাকলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আরো সংশ্লিষ্ট অপরাধীদের খুজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এদের প্রত্যেকেরই তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে। আফগান সরকার জার্মান সৈনিকদের এই আচরণ মুসলিম ধ্যনধারনার প্রতি নিদারুন আঘাত বলে এর বিরুদ্ধে জার্মান সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানেিয়ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.