আমাদের কথা খুঁজে নিন

   

ডায়েরীর পাতা থেকে কি?

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

১ কেউ কিছুই পারে না। মনের মধ্যে এতকিছু একসাথে ঘুরপাক খেলে কোন কিছু কি ঠিক মত করা যায়? মনে তো হয় না। যখন এত কিছু এসে মনের মধ্যে ভীড় জমায়, তখন তাদেরকে সময় দিলে তারা অল্পতেই দুরে সরে যায়। যদি তা না করা হয় তাহলে আরো বেশী করে মনের মধ্যে চেপে বসে।

এভাবে চলতে থাকলে একসময় তা পুঞ্জীভূত শিলামাটির আস্তর তৈরি করে মনে। তখন স্বাভাবিকভাবে মাথা কাজ করতে পারে বলে তো মনে হয় না। আচ্ছা, একটা মানুষের মত হুবহু আরেকটা মানুষ কি কখনো হতে পারে না? কেন এমনটা হয়না। যে মানুষটা আমাকে হুবহু চিনবে আমাকে আমার মত করে বুঝতে পারবে, আমি কেন একটা কিছু করি, কিসের প্রেক্ষিতে করি তা উপলব্ধি করতে পারবে! হয় না কেন এমনটা। যদি এমন কাউকে পেতাম আমি তার দাস হয়ে থাকতাম।

আমার মন তো তাই বলে আমাকে। এভাবেই একটা মানুষের সন্ধানে ব্যস্ত আমি, আর কেউ না হোক, আমি তো আমিই, সেখানে অন্য কেউ কিভাবে আসে? যদি আসত.................................। । । ।

২ মন কিসের সন্ধান করে আমি জানি না। কারণ কখনো তাকে জিজ্ঞাসা করা হয় নি। একজন মানুষ মনে হয় না তার চিন্তাধারাকে পরিবর্তন করতে পারে। হ্যা, সে নিজেকে তখনই পরিবর্তন করতে পারবে যখন তার পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তিত হয়ে যাবে। একেক পরিবেশে আমি একেক রকম আচরণ করি।

করতে পারি। এটা কেন আমি পারি আমি বলতে পারি না। । “না” শব্দটা আমার লেখার মধ্যে অনেকবার চলে আসছে। এটা কি তাই প্রমাণ করে যে আমি বিপরীত চিন্তাধারাতে কাজ করি।

কি জানি! চেষ্টা করি, নিজের আচরণকে পরিবর্তন করতে, কতদূর পারছি? যতই দিন যাচ্ছে, সবকিছুকে যেভাবে আমি চিন্তা করতে পারছি, যেভাবে দেখছি, আগে তো সেভাবে বুঝতে বা চিন্তা করতে পারতাম না। যদিও ঘটনাগুলো আগেও একই রকম ছিলো। এটা অবশ্যই আমার বুদ্ধির পরিপক্বতা। তা জানি। এবং এটাও জানি মানুষ মৃত্যুর আগে পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করতে থাকে।

আমার লেখাটাকে আমি আরো সুন্দর করতে পারতাম। পারছি না একমাত্র আমার অপরিপক্বতার কারণে। সবকিছু কে মাঝে মাঝে এত স্বাভাবিক কেন মনে হয়?মনে হয়, মনে হতে থাকে যে, সবাই যা করছে, আমিও তাই করেই কি জীবনটাকে পার করে দিবো? আমার বিশাল কর্মক্ষেত্র, আমার মস্তিষ্কটাকে নিয়ে কি কিছুটা হলেও চিন্তা করতে পারি না? কেন এত সাধারণ পথে জীবনটা শেষ হয়ে যাবে? কেন? অন্য কোন উপায় কি বের করতে পারি না? উত্তর খুজে বেড়াচ্ছি। আশা করি একসময় তা পেয়ে যাব। ৩ মনে করি, আমি একটা জিনিস আশা করছি।

এটা কে করছে? হলুদ, সবুজ, লাল, সবুজ, হলুদ। সবুজ, নীল, বেগুনী, লাল, সবুজ। অসমাপ্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।