আমাদের কথা খুঁজে নিন

   

ডায়েরীর পাতা হতে... কবিতা - 2

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

দু'হাতে দরজা খুলতেই দেখি তুমি যে ব্যথা বুকের মাঝে গোপনে পুষেছি এতোকাল ধরে, সারাক্ষণ সাথী ছিলো তোমার বিকল্পরূপে সে ব্যথা কি করে নামাই বলো, তোমাকে দেখেই চার চোখ অপলক শুধু মেলে রাখা কারো কোন কথা নেই, অথচ কখন অবাক চোখের ভাষা অতিদ্রূত গতি কেড়ে নিলো দু'জনের প্রিয় সম্ভাষণ কেন যে এমন হলো, কেন যে এমন। --------------------------------- 20.11.2002 উৎসঃ দুই দুয়ারী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।