আমাদের কথা খুঁজে নিন

   

নিজ সার্ভারে ইনস্টল করুন ওয়ার্ডপ্রেস ব্লগ

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সেই বাংলাদেশকে খুঁজছি..............

ভাবুন তো আপনার ব্লগ থাকবে আপনার ওয়েব সার্ভারে । আর যে ওয়েব এ্যাপলিকেশনের মাধ্যমে চলবে এই ব্লগ তার প্রতিলাইন কোড পরিবর্তন করার ক্ষমতা থাকবে আপনার কাছে । Wordpress হচ্ছে এমনই একটি ওয়েবব্লগ এ্যাপলিকেশন । এটি আপনি ডাউনলোড করতে পারেন http://wordpress.org/download/ এখান থেকে । পূর্ব প্রস্তুতি : # এখন প্রথমে ট্রাই করার জন্য নিজস্ব ওয়েবসার্ভার কে ব্যবহার করতে পারেন ।

উইন্ডোজ এর জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি XAMPP !@@!112920 ব্যবহার করেন , লিনাক্সের জন্যও সেটি ব্যবহার করতে পারেন । এতে আপনার কোন কিছুই কনফিগার করতে হবে না । শুধু ইনস্টল করুন আর ব্যবহার করুন । উইন্ডোজে XAMPP ইনস্টলের পর XAMPP রান করুন XAMPP Control Panel উইন্ডো থেকে Apache , MySql , FileZilla এগুলো Start করুন । # এবার আপনার ডাউনলোড করা Wordpress টি আনকমপ্রেস করুন ।

এর পর ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি কপি করে xampp যেখানে ইন্সটল করেছিলেন যদি c ড্রাইভে ইনস্টল করে থাকেন তবে C:\Program Files\xampp\htdocs\ ফোল্ডারে পেস্ট করুন । # এবার আপনার ওয়েবব্রাউজারে localhost লিখে এন্টার দিন । তবে XAMPP এর পেজ দেখতে পাবেন । এখন ওয়ার্ডপ্রেসের জন্য একটি ডেটাবেজ তৈরী করতে হবে । এজন্য XAMPP এর পেজ থেকে phpMyAdmin এ ক্লিক করুন (উল্লেখ্য phpMyAdmin এর মাধ্যমে আপনি সহজেই mysql ডেটাবেজ ম্যানেজ , ডেটাবেজ তৈরী সংক্রান্ত কাজ করতে পারবেন ) ।

এবার phpMyAdmin পেজ আসলে সেখান থেকে Privileges এ ক্লিক করুন । চিত্র : ১ এবার User overview এ যে rootইউজার দেখতে পাচ্ছেন তার ডানে আইকনে ক্লিক করুন । চিত্র : ২ নতুন যে পেজ আসবে তাতে স্ক্রোলডাউন করে Change password এ আসুন । এখানে আমি পাসওয়ার্ড দিলাম darklord । এবার Go প্রেস করুন ।

এখন আমার mysql ডেটাবেজের root ইউজারের পাসওয়ার্ড হল darklord । এটা পরবর্তীতে ওয়াডপ্রেসের সেটিংস এ প্রয়োজন হবে । এখন phpMyAdmin এর হোমপেজে যেতে একটা এ্যারর দেখা যেতে পারে "Error MySQL said: Cannot connect: invalid settings." বাস্তবের ওয়েব সার্ভারে এমনটি হবেনা । চিত্র : ৩ এখন এর সমাধানের জন্য C:\Program Files\xampp\phpMyAdmin\ থেকে config.inc.php ফাইল টি ওপেন করে চিত্রে উল্লেখিত অংশে $cfg('Servers')($i)('password') এ mysql ডেটাবেজের জন্য যে পাসওয়ার্ড দিয়েছিলাম ( darklord ) সেটি দিলাম । এবার ফাইলটি সেভ করলাম ।

এখন phpmyadmin এর হোমপেজ ঠিকভাবে দেখা যাবে । এবার হোমপেজ থেকে Create new database অংশে "wordpress" লিখে Create এ ক্লিক করলাম । চিত্র : ৪ দেখতে পাচ্ছেন wordpress নামে নতুন একটি ডেটাবেজ তৈরী হল । ব্যাস এবার চলুন ফিরে যাই C:\Program Files\xampp\htdocs\wordpress\ ফোল্ডারে । এখানে প্রয়োজনে readme.html পেজটি পড়ে দেখতে পারেন ।

চিত্র : ৫ # এবার সেখান থেকে wp-config-sample.php ফাইল টি ওপেন করুন নোটপ্যাড দিয়ে । এখানে (( 'DB_NAME', 'wordpress' // 'DB_USER', 'root' // 'DB_PASSWORD', 'darklord' // 'DB_HOST', 'localhost' )) দিয়ে দিলাম । এবার ফাইলটি সেভ করি । এবং রিনেম করে ফাইলটির নাম দেই wp-config.php । # এখন আপনার ওয়েব ব্রাউজারে Click This Link লিখে এন্টার দিন ।

তবে WordPress installation পেজটি দেখতে পাবেন এখান থেকে First Step এ ক্লিক করুন । এই পেজে আপনার তথ্য দিয়ে Continue to Second Step এ ক্লিক করুন । ব্যস তৈরী হয়ে গেছে আপনার ব্লগ । কি আরো কয়েকটি ধাপ আশা করছিলেন । এখানে আপনাকে যে ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়া হয়েছে সেটি মনে রাখুন ।

পাসওয়ার্ড টি পরবর্তি তে লগইন এর পর users অপশনে গিয়ে পরিবর্তন করতে পারবেন । আপনি http://localhost/wordpress/ লিখে এন্টার দিলেই আপনার ব্লগটি দেখতে পাবেন । চিত্র : ৬ আপনি চাইলে এত ঝামেলায় না গিয়ে http://www.wordpress.com গিয়েও আপনার ব্লগ তৈরী কর তে পারেন । তবে নিজ ওয়েবসার্ভারে হোস্ট করে কি লাভ ? @ পর্যাপ্ত ওয়েবস্পেস ও ব্যানউইড্থ দিতে পারবেন । @ ফন্ট এমবেডিং থেকে শুরু করে পুরো পুরি কাস্টোমাইজেশন করতে পারবেন @ নিজেস্ব ডোমেইন যেমন চাইলে http://darklord.wordpress.com না হয়ে দিতে পারবেন http://www.darklord.com ।

আর যদি হোস্টিং প্রোভাইডারের থেকে ওয়েব হোস্ট করেন তবে লিনাক্স সাভারে হোস্ট করলে ঠিক হবে । নিশ্চিত হোন পিএচপি মাই এ্যাডমিন আছে কিনা এবং মাইএসকিউএল ডেটাবেজ আছে কিনা । এক্ষেতে যে তথ্য গুলো জেনে রাখা প্রয়োজন + জানুন ডেটাবেজ হোস্ট নেম + ডেটাবেজ ইউজার নেম এবং পাসওয়ার্ড + ওপরের নিয়মে wordpress ফোল্ডারটি কপি না করে এর ভেতরের ফাইল গুলো হোস্টিং সার্ভারে আপলোড করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.