আমাদের কথা খুঁজে নিন

   

মুঠো মুঠো বিষণ্ন সকাল

দ্য ওয়ে আই ফিল ইট...

সিঁদ কেটে ঘরে আসে জীবনের কত না আহ্লাদ নির্জন চেহারায় ছাপ ফেলে মায়াবী আকাল নতুন আকাশে দেখি চিন্তার জ্বোনাকি সাঁতার কায়ক্লেশে বয়ে আনে মুঠো মুঠো বিষণ্ন সকাল নতুন অধরা ভূবন আকাশে আকাশে খোঁজে সারবাঁধা বেকার পেটুক, পরিপাক হলে শেষ বিলাসের বারতি আশায় ক্ষয়ে যায় ঘুম বিদ্বেষে ক্ষয়ে আসে আয়ু প্রথম প্রহরে তাই নির্বীজ মাতাল মিছিল বাড়ায় নিজের দেনা, বারবার প্রতিবার জীবনের গলিতে, সড়কে, ক্ষয়ে যায়, রয়ে যায় যায় না তো চেনা এরই মাঝে তবু থাকে মেলোডি নিক্কন- সেও এক রাত জাগা বটে, নেই শুধু পড়ে যাওয়া ঘুমন্ত জমিন ছুঁয়ে হিংসার নিবিড় গিরিতটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।