আমাদের কথা খুঁজে নিন

   

দারিদ্রতার বিরুদ্ধে রুখে দাড়ানো এক ক্লান্তিহীন যোদ্ধা ড: মোহম্মদ ইউনুছ ও গৌরবময় স্বীকৃতি ।

"সময়ের ঢেউয়ে বহা আলোকিত জীবন তরণী..."

পড়তে ভালোবাসি সেজন্য বল্গের লেখা সময় পেলে পড়ি । কখনো কল্পনা করিনি নোবেল বিজয়ী ড: ইউনুছ কে নিয়ে আমার লেখার শুরুটা হবে.. শুভেচ্ছা ও অভিনন্দন .. ড: মোহম্মদ ইউনুছ । নোবেল প্রাপ্তিতে... আমার আনান্দিত, আমার উল্লাসিত, আমার অভিভূত, আমার গর্বিত । চারিদিকে রাজনীতির দুর্গন্ধ তবুও যেন আজ বাংলাদেশে সারাদিনটা ফির ফির করে শান্তির বাতাস বহিছে । এ যেন সস্থির নি:শ্বাস ফেলা ।

আমার অশান্তিতে (দর্ূনীতি) হ্যাকট্রিক হলেও শান্তিতে বিশ্বের সেরা পুরস্কারটি অর্জন করেছি । বিশ্বের যে কোণে মানুষের আওয়াজ পৌছে, মানুষের বিচরন ঘটে, সে কোণে আজ পৌছায়েছে তিনটি নাম বাংলাদেশ, ড: ইউনুছ, ও গ্রামীণ ব্যাংক । সমস্বরে উচ্চারিত হয়েছে সারা বিশ্বে । বাংলাদেশকে নিয়ে যে খারাপ অনুভূতি তৈরি হয়েছে তা কিছুটা হলেও আজ প্রশমিত হবে । পৃথিবীর মানুষগুলো বাংলাদেশকে আজ নতুন ভাবে ভাবছে ।

বিশ্বের পত্র পত্রিকা আজ বাংলাদেশকে ণিয়ে ভাল কিছু লিখছে , এ এক গৌরবময় জয়ধ্বনি, এক গৌরবময় বাংলাদেশ । ড: মোহম্মদ ইউনুছের একটা কথা আমার মনে পড়ে । তিনি বলেছিলেন, "ঙ্ুদ্রঝণ পাওয়া একজন মানুষের মৌলিক অধিকার । " গ্রামের ছেলে তাই কাছ থেকে অনুভব করেছি মানুষের অনাহার, দু:খ, কষ্ট । দেখেছি, কিভাবে ঙ্ুদ্রঝণ প্রকল্প মানুষকে সাহায্য করে আসছে ।

অগনিত মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, ও কর্মসংস্থান দিয়ে সাহায্য করে আসছে গ্রামীণ ব্যাংক । 66 হাজার দরিদ্র পরিবার নিয়ে গ্রামীণ ব্যাংক কাজ কওে চলেছে । তবুও সমালোচকের অভাব নেই । শুনেছি কতনা সমালোচনা গ্রামীণ ব্যাংক ও ড: ইউনুছ কে নিয়ে । তাকে বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সুদখোর ।

তারা আজ কোন কথা বলছেনা, মুখ লুকিয়েছে । ড: ইউনুছ কে ঙ্ুদ্রঝণ সমালোচকদের উপর উদ্ধত হয়ে কখনো কিছু বলতে শুনেনি । আজ সমালোচনা নয়, নয় কোন বির্তক । ড: মোহম্মদ ইউনুছের গৗরবময় মুকুট প্রাপ্তি বিশ্বের কাছে যে নতুন বাংলাদেশ অনুভূতির সৃষ্টি করেছে তা সত্যি গৌরবের, সত্যি প্রাণময় । ।

সর্তকীকরণ: লেখায় বানান ভুল হলে সঠিক করে পড়ে নেওয়ার অনুরোধ রইল । http://en.wikipedia.org/wiki/Muhammad_Yunus

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।