আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখাইল্লা পর্ব-03

...আমার নিজের কথা....

রাশিয়ান নেভীর একটা টিম সাবমেরিন নিয়ে সমুদ্রের নিচ দিয়ে টহল দিচ্ছিল। হটাৎ তারা দেখল একটা লোক কোন রকম অক্সিজেন মাস্ক ছাড়াই সমুদ্রের তল দেশে কি যেন খুঁজছে। ওরা তো রীতিমত অবাক। তারা লোকটাকে ধরে নিয়ে সাবমেরিনে ঢুকাল। -Who are you? What are you doing here? তখন লোকটা বলল - আঁই হাত্তর টোয়ায়ের।

(আমি পাথর কুড়াচ্ছি) -------------------------------------------------------------------------- আমাদের অফিসে আমি সহ তিনজন চিটাগাংয়ের আর একজন নোয়াখালি ও একজন ফেনীর। আমাদের মধ্যে সম্পর্কটা খুবই বন্ধুত্বভাবাপন্ন। শ্রেফ মজা করার জন্য আমরা একে অপরের এলাকা নিয়ে বিভিন্ন গল্প বানাই। তার কয়েকটা আমি ধারাবাহিক ভাবে লিখব। আমি আবার ও বলছি গল্পগুলো শ্রেফ মজা করার জন্য অন্য কোন উদ্যেশ্য এতে নেই।

তারপর ও কেউ দুঃখ পেয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। --------------------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।