আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখাইল্লা পর্ব-01

...আমার নিজের কথা....

এক লোক নোয়াখাইল্লাদের উপর এত বেশী বিরক্ত যে, সে সিদ্ধান্ত নিল এমন কোন জায়গায় বাড়ি করবে যেখানে কোন নোয়াখাইল্লা নেই। কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করেও পৃথিবীর কোন স্থান পেল না যেখানে নোয়াখাইল্লা নেই। যাইহোক, খুঁজতে খুঁজতে এক সময় সে একটা স্থান পেল যেখানে কোন নোয়াখাইল্লা নেই। সে ওই এলাকায় একটা জমি কিনে বাড়ি করল। বাড়িটি উদ্ভোধনের দিন ওই এলাকার সকল লোক জনকে সে দাওয়াত দিল।

দাওয়াতের অনুষ্ঠানে সে অথিতিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবার মনযোগ আকর্ষন করলো। -আমি আমি আপনাদের প্রতিবেশী হতে পেরে খুবই আনন্দিত। আসলে আমি নোয়াখাইল্লাদের উপর খুবই বিরক্ত। তাই আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে নোয়াখাইল্লা নেই। আমি সৌভাগ্যবান যে এই জায়গাটি খুঁজে পেয়েছি।

এমন সময় পিছন থেকে একজন প্রতিবেশী বলে উঠলেন -নোয়খাইল্লা তরে হুন মাইচ্চে নি ???? -------------------------------------------------------------------------- আমাদের অফিসে আমি সহ তিনজন চিটাগাংয়ের আর একজন নোয়াখালি ও একজন ফেনীর। আমাদের মধ্যে সম্পর্কটা খুবই বন্ধুত্বভাবাপন্ন। শ্রেফ মজা করার জন্য আমরা একে অপরের এলাকা নিয়ে বিভিন্ন গল্প বানাই। তার কয়েকটা আমি ধারাবাহিক ভাবে লিখব। আমি আবার ও বলছি গল্পগুলো শ্রেফ মজা করার জন্য অন্য কোন উদ্যেশ্য এতে নেই।

তারপর ও কেউ দুঃখ পেয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। ---------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।