আমাদের কথা খুঁজে নিন

   

তিনি ডেকেছেন আমায়! তার কাবার আঙিনায় !!

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা অনেক অনেক দিন পর। তিনি আমায় ভালোবেসেছেন। আমার ব্যাকুল হৃদয়ের আকুল ডাকে সায় দিয়েছেন। তার করুণাধারায় এ তৃষিত হৃদয়কে সিক্ত করেছেন। অনেক বছর পর।

আবার সেই আবেগ। আমায় তিনি আমন্ত্রণ জানিয়েছেন। পাপমুক্ত হতে কাছে ডেকেছেন। পাপ-পূণ্যের দিকে না তাকিয়ে তিনি তার দয়ার চাদরে ঢেকে রেখেছেন। এত অফুরন্ত আনন্দ আমি রাখি কোথায়! আমি যে যাচ্ছি কাবায়।

পরম দয়াময় আমায় ডেকেছেন। আয়! কাছে আয়! কি তোর চাওয়া! আমায় বলে যা! কি তোর দুঃখ বেদনা! আয়! কেঁদে যা আমার আঙিনায়! যাবো সোনার মদীনায়! রাসূলের স্মৃতিমাখা মদীনা। সাহাবাদের মদীনা। এর আকাশে বাতাসে মিশে আছে তাদের ধুলোবালি। সবকিছু বদলেছে, তবুও তো রয়ে গেছে মদীনার পাহাড়, সুবিশাল আকাশ- রাসূল তো ঐ আকাশের দিকে তাকাতেন।

সাহাবারা তো এই পাহাড়গুলোর পাশ দিয়ে হাঁটাচলা করেছেন- আর কিছু না হোক- এসব তো মুছে যায়নি। পরম দয়াময়ের পবিত্র গৃহের ক্ষুদ্র অতিথির তালিকায় এ অভাজনের নাম! রাসূলের পবিত্র রওজায় হাজির হওয়ার সৌভাগ্যবানদের মধ্যে আমিও কি একজন! এ বিস্ময় যদি বোঝানো যেত- এ অনুভূতি হৃদয় খুলে যদি দেখানো যেত! আগামীকাল। মক্কা ও মদীনার উদ্দেশে যাত্রা। ইনশাল্লাহ। কাবার গিলাফ ধরে সব দাবি ও আবদার তাকে ছাড়া আর কাকে শোনাবো! প্রিয়তম রাসূলের রওজা মোবারকে! নিজের আবেগ ও ভালোবাসার সালামের একমাত্র হকদার তিনি ছাড়া আর কে! আমি যাচ্ছি আগামীকাল।

সাত দিনের জন্য। ওখান থেকে যদি আর ফিরে না আসা হয়, তাতেও যে আমার দুঃখ নেই। আমার তো খুব বেশি কিছু চাওয়ার নেই। সবার জন্য শুভ কামনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.