আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক কথোপকথন-1

পরিবর্তনের জন্য লেখালেখি

[বর্না, আমার অতি বুদ্ধিমতি ডাক্তার বান্ধবী এখন বাংলাদেশে থাকে না। সে আফ্রিকা আর আমাদের বন্ধু রুম্মান সেন্ট্রাল এশিয়া চষে বেড়াচ্ছে। সকলেই পাবলিক হেলথের সাথে জড়িত। এবং প্রত্যেকেই আন্তর্জাতিক কোন সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন। আমাদের বন্ধু - বান্ধবীদের দলে আরো লোক জন আছে।

আমরা ইচ্ছা করেই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে পড়েছি। দেশকে নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে, বেশ দীর্ঘমেয়াদী। প্রায়শই আমরা আলাপ করি নিজেদের মাঝে , পরবর্ত ী পদক্ষেপ ঠিক করি.......আপডেট করি আমাদের প্ল্যান আর স্ট্র্যাটেজি। অন্যান্য পাবলিক হেলথ ওয়ার্কারদের কাছ থেকে আমাদের পার্থক্য হলো, আমরা পুরোপুরি রাজনৈতিক, মানে সচেতন, কিন্তু জড়িত নই, আবার বিযুক্ত ও নই। আমাদের সামপ্রতিক একটি আলাপ] বঃ ইমন, কি অবস্থা? ইঃ 5000 জেলে পরিবার, একজন লেঃ কমান্ডার! বঃ উফফফ।

তুই নিশ্চয়ই রাতে ঘুমাসনি......তোর মাথা ঠিকাছে তো? ইঃ এখন ঠিকাছে। সারারাত আসলেই ছটফট করেছি। খোদা আমাকে এত তীব্র বোধ কেন যে দিল, কিছুই তো দেখি ইন্দ্্রীয় এড়ায় না! তার উপর চোরের ধারনা হয়েছে, হয়ত পথিকেরও, অন্য অনেকেরই, যে আমি মনে হয় ব্লগ নিয়ে চিন্তিত!! বঃ হাহাহাহাহাহাহ। বাদ দে ইমন। তোকে আমি হাজার বার বলেছি, তোকে কেউ বুঝবে না!!! ইঃ জি আম্মিজান, মনে আছে সেটা।

কিন্তু ডার্লিং , তুমি পেপার ফলো করছো না? বঃ জানেমান, গ্লোবাল ফান্ডের একটা কাজ করছি, আজকে এখনও বসি নাই। কিন্তু কালকেরটা পর্যন্ত তো পড়া আছে। আই নো। নতুন কি বল? আমাদের নাবিক আর জেলেদের চেয়ে বিদেশী কুত্তার দাম বেশি!!! ইঃ তা যা বলেছ, জানটুস! আমি পেপার পড়া , টিভি নিউজ দেখা বাদ দিয়েছি। শুধু, ঝড়ের খবরটা পড়ার জন্য ....আজকের পেপারটা পড়লাম।

যদিও জানতাম, তাও.........মাঝে মাঝে মনে হয়, ভুলও তো হতে পারে আমার......কিন্তু হয় না। বড় আশার, বড় আকাঙ্খার ভুল আর হয় না। বঃ আচ্ছা , আপাতত থাক। কি ঘটতে যাচ্ছে বল, বাংলাদেশে কি ম্যাসাকার লাগাবেই? ইঃ মনে হয় না। সিভিল ওয়ার ওদের সম্পূর্ণ নিয়ন্ত্রনে না করতে পারলে লাগাবে না।

ওরা এখনও এই ব্যাপারটা শিওর না। তাই মনে হচ্ছে খন্ড খন্ড কিছু কিলিং হবে, সামনে অনেক গুলো পরিকল্পিত কিলিং বাড়বে, এদেরটা ঢাকা দেওয়ার জন্য কিছু ম্যাস কিলিং হবে। আশে পাশে, লোকালাইজড। তবে সারাদেশ জুড়ে কিছু হবে না। দে স্টিল ক্যান নট হ্যান্ডেল ইট!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.