আমাদের কথা খুঁজে নিন

   

আমরা পরবাসী

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

আমরা পরবাসী লুৎফুর রহমান পরবাসেতে থাকি তবু মনটা থাকে দেশে আমরাতো চাই দেশের সবাই থাকুক মিলেমিশে। আমার ঘামে দেশের চাকা সচল থাকে যদি বিনিময়ে শান্তি যে চাই; চাই না দেশের গদি। তোমরা থাকো গদি নিয়ে লড়াই করো তাই সেই লড়াইয়ে মরে কেবল আমার বাপ ও ভাই। সারাদিনের কাজের শেষে পেপার-টিভি খুলি লাশের খেলা দেইখা তখন কপালে চোখ তুলি। মা-মাটি আর দেশটা ছেড়ে দেশের মায়া বুঝি ছবির মাঝে তাকিয়ে শুধু দেশ-মাটিকে খোঁজি। দেশের এমন চিত্র দেখে কাঁন্দি দুচোখ বেয়ে তবু কেবল টাকা পাঠাই খেয়ে বা না খেয়ে। এই আমরা দেশে গেলে প্রাণীরও দাম নাই দেশে যদি থাকতো কর্ম বিদেশ আসতাম ভাই? কথামালার ফুলঝুরিতে আমগো জুড়াও মন এক পলকে যাওযে ভুলে ফুরিয়ে গেলে ক্ষণ। দোহাই লাগে দেশের মাটির দোহাই দিলাম মা'র হানাহানি চাই না মোটেও এই দেশেতে আর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।