আমাদের কথা খুঁজে নিন

   

নিজ দেশে পরবাসী

অদ্ভূত ও কূলাঙ্গার

মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে আমি বাংলাদেশেই আছি। সকাল বেলায় ক্লাসে গিয়ে বন্ধুদের সাথে দেখা হলে বলে Hi, Hello , Whats up... আমি চেষ্টা করি এই শব্দগুলো যথা সম্ভব পরিহার করতে কিন্তু ফলাফল হয় তার উলটো । লোকজোন আমাকে wierd, funny, unsmart , category টে ফেলে দেয়। যদি কেবলেই এই কয়টা শব্দ হোত নাহয় বুঝতাম । কিন্তু সমস্যা আরও অনেক জটিল।

ক্লাস এ সবার সাথে আমার আচার, বিশ্বাস, ব্যবহারে আকাশ পাতাল পার্থক্য। আমার মত খাঁটি বাঙালি মানুষের উপযুক্ত নয়। ক্লাস এ সবাই আড্ডা দেয় movie, English premier league, pop, rock & metal music, concert, computer game নিয়ে। এইসব সম্বন্ধে আমার তেমন ধারনা নাই; ফলে, আমি আড্ডায় অংশগ্রহণ করতে পারিনা। কখন তাদের সাথে থাকলেও চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়।

girlfriend, boyfriend রাখা তাদের কাছে এক ধরনের fashion কিন্তু আমার মতে ভালবাসা চির সত্য, স্বতঃস্ফূর্ত অনুভূতি। সবার মুখে শুধু hot, sexy এইসব অশ্লীল শব্দের ছড়াছড়ি । আমি মাঝে মাঝে ভেবে অবাক হই মানুষ এর মূল্য কি শুধু তার sexual attraction এই নিহিত? সে মানুষ হিসেবে কেমন তার কি কোনই দাম নাই? আমার মাঝে মাঝেই ইচ্ছা করে খুব ইচ্ছা করে মন খুলে কার সাথে কথা বলতে। সুখ দুঃখের কথা। সহপাঠীদের সাথে এই অনুভূতি গুলো ভাগাভাগি করে নিতে।

কিন্তু বাস্তব এমন এই যে বলাতো দূরে থাক এই লেখাও যদি কার চোখে পড়ে, আমাকে তিব্র অপমানিত হতে হবে। করার কিছুই নাই। আসলো পহেলা বৈশাখ আমাদের কলেজ এ বড় অনুষ্ঠান হোলো। আমি নাচ, গা‌ন, গিটার, অভিনয় কিছুই পারিনা। আমি জানি সবার চোখে আমি culturally dead. আর আমি অবাক হয়ে ভাবি এই কি বাঙালি সংস্কৃতি? আজীবন খাঁটি বাঙালি বিশ্বাস বুকে ধারন করে আমি লাঞ্ছিত হয়ে এসেছি আর আজ আমি অসংস্কৃতিবান।

আমার আর ভাল লাগেনা কিন্তু কিছুই করার নেই। কারণ এই বাংলাদেশঃ যদি এই দেশেই এমন পরিস্থিতি হয় তবে আর কি কোথাও যাবার জায়গা আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.