আমাদের কথা খুঁজে নিন

   

গবেষণার একাকীত্ব-7

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

আর তিনটি দিন। 72 ঘন্টা। তারপর সংশোধিত চূড়ান্ত খসড়া ধরিয়ে দেব ববের হাতে। 5ম অধ্যায়ের মাঝামাঝি এসে পৌঁছেছি এখন। সবকিছু সংশোধন করে নতুন করে লিখতে ইচ্ছে করছে।

আবার মাঝে মাঝে নিজের লেখা পড়ে নিজেরই অবাক লাগছে এ কখন লেখলাম। ছোটখাটো কত যে ত্রুটি ছড়িয়ে ছিটিয়ে থাকে। রেফারেনিসং-এ যত ভুল হয়। সালের পর কোলন না দিয়ে সেমিকোলন দেয়া। শুধু সংখ্যা না লিখে পৃষ্ঠা নাম্বার কথাটাও সামনে জুড়ে দেয়া।

এসব খুটাতে খুটাতেই সময় যাচ্ছে। তারপরও এ্যাপেনডিক্সটা বাকী থেকে যাবে। একটা ইন্টারভিউ ট্রানসকাইব করে দিতে হবে। তাতে কি? পুরো জিনিসটা তো নেমে যাচ্ছে। দুয়েকটা বিচ্ছিন্ন কাজ বাকী থাকলেও অসুবিধা নেই।

বব দেখতে দেখতে সেগুলো চূড়ান্ত করে ফেলা যাবে। বাঁধাই করে জমা দিতে দিতে মাসটা শেষ হয়ে যায় নাকি? যা হবার হোক। এত দুশ্চিন্তা করে লাভ নেই। শেষ তো হচ্ছে। এতগুলো শব্দ।

বাংলাদেশের নীতি প্রণয়ন নিয়ে লাখ খানেক শব্দ লেখার কি আছে? আমাকে স্বাধীনতা দিলে এক চরণেই শেষ করে দিতাম: "যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কী দোষ"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.