আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ আমার গর্ব

আমি বাংলায় গান গাই । আমি বাংলা কে ভালবাসি আমি ও আমার এক ভাই এর কথপোকথন ঃ বিপিএল এর ওপেনিং চলতেছে টিভি তে মঞ্চে আতিফ আমি বল্লাম যেই লোক টা ড্রাম বাজাইতেছে সে কি বাংলাদেশী ? -? আরে ধুর কি যে কস না তুই , আতিফের গানে ড্রাম বাজাইতেছে আর সে হইব বাংলাদেশী । মাথা ঠিক আসে তো তোর ? আমি; কেন সে কি বাংলাদেশী হইতে পারে না ?? আসলেই তোর মাথায় সমস্যা আছে বাংলাদেশের কোন গায়ক টা আছে যে আতিফের মত গান গায় ? আমি - না বাংলাদেশে ত কোন গায়ক এ নাই যে আতিফের মত গান গায় । বাংলাদেশে আইয়ুব বাচ্চু , এন্ডু কিশোর , হাবিব , ফেরদউস ওয়াহিদ তারা তো গান গাইতে পারে না । শোন যেই দেশে থাক সেই দেশ সম্পর্কে এইরকম ভাবে কথা বলতে তোমার কি একটুও বাধল না ,এই খানে তো আমি অল্প কিছু দুনিয়া কাঁপানো গায়কের নাম বল্লাম , এইরকম আরও অনেকেই আছে যাদের কথা আর তোমাকে বলার দরকার দেখতেছি না । এই কথা গুলো বইলা আমি স্থান ত্যাগ করলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.