আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকা মার্কায় ভোট দিন! চলুন দেখি উন্নয়নের স্বরুপ!!!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, দেশকে বাঁচাতে জাতির নাতি বিপুল উদ্দমে, হাটা মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন। ভাল দলের জন্য তো এটুকে করতেই হবে। উনি খুব সোৎসাহে বলছেন- আমাদের উন্নয়েনর কথা জনগন জানে না। তাই নাকি! সিটি বিপর্যয়। সাথে নাকি ছিল বিএনপির মিথ্যাচার!! তাও ভাল।

আর তাই শোনা যায় তারই পরিকল্পনায় নাকি বিলবোর্ড কাহিনী হয়েছিল। তাও মাঠে মারা গেল। তাই এইবার হাটে মাঠে ঘাটে, ঘরে ঘরে, সেই উন্নয়নের বাণী পৌছে দিতেছেন তারা। চরুন আমরাও একটু স্মৃতি হাতরে দেখি- আমাদের গোল্ড ফিশ মেমোরিতে কি কি আছে বেশী না, মালের কথা মত ৪৫০০,০০০০০০০/- কোটি টাকা মাত্র হলমার্কের মাধ্যমে আওয়ামী (উপদেষ্টার নামও এসেছে) গং সোনালী ব্যাংক থেকে লুটে নিয়েছে!!! হলমার্ক কেলেংকারী খ্যাত (ছবি) এই দূর্নীতি থুক্কু উন্নতির ধারাবাহিকতা চান কিনা বলুন? তবে বিপুল উৎসাহে নৌকা মার্কায় ভোট দিন! শেয়ার বাজারে এক্কেবারে সলিড মাঠে মারা গেছে কয়েক মিলিয়ন লোক। ৯৬র ধারাবাহিকতায় এবং আরও যোগ্যতার সাথে এইবারের শেয়ার কেলেংকারী ঘটিয়েও খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্ট হিসেবে বহাল ছিলেন আছেন সেই নায়কেরা!!! বেশী না মাত্র ৫০০০,০০০০০০০/- কোটি টাকা এদিক ওদিক হয়ে নিঃস্ব হয়ে গেছে লাখো লাখো মানুষ।

তাদের আবার অর্থ মন্ত্রী সুশীল গালি দিয়েছেন ফটকাবাজারী বলে। আপনি যদি ফটকাবাজারী হোন, আপনি যদি এই লুটপাটের ধারাবাহিকতা বজায় রাখতে চান- মাহ উৎসাহে ভোট দিন নৌকা মার্কায় তাদেরই!! বিডিআরের ঘটনায় দেশ হারিয়েছে চৌকষ ৫৭ জন সেনাঅফিসার ! সকলেই সব জানেন! BDR Carnage - Inquiry Report by A Brigadier General তাই শূধূ এটাকুই বলবো এই ধারাবাহিকতা চাইলেও ..... বিদ্যুতের উৎপাদন বেড়েছে ঠিকই। কিন্তু ছয়দফা বিধ্যুতের দাম বাড়িয়ে জনতার নাভিশ্বাস উঠিয়ে, চর্তমূখি ভর্তুকি দিয়ে যে তুঘলকি কান্ড হয়েছে- তার ধারাবাহিকতা বজায় রাখতে চাইলৈ ..... পদ্মাসেতুতে যে বিশ্ব ব্যাপি দেশের নামে করংক লেপা হল- একজন ব্যক্তি হয়েগেল দলের চেয়ে দেশৈর চেয়ে বড়!!!!! সকালে ্ক বিকালে আরেক প্রগলভতা, প্রহসনের যে ভাবমূর্তি তৈরী হল (সমসায়িক দৈনক সমূহ দ্রষ্টব্য) তার ধারাবাহিকতা চাইলে... মাঝ সড়কে দিনদুপুরে বিশ্বজিতদের মঞ্চায়নের ধারাবাহিকতা চাইলে... দ্রব্যমূল্যের পাড়লা ঘোড়ার গতি ৫ বছরের থামাতে পারেনা। এর ধারাবাহিকতা চাইলে....... ক্রমশঃ আর পারিনা গুরু সেই নার্সারী থেকে শূরু আর কত বলব.......আপ্নেরা পারলে যুক্ত করেন......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.