আমাদের কথা খুঁজে নিন

   

মুদ্রা (1)

শিল্প,সাহিত্য,সংস্কৃতি ও ডিজাইন

কি অসম্ভব সম্ভাবনা ! নির্দ্বিধায় ধরেছ তার হাত... গল্পটা তুমিও খুব ভালো করে জানতে তাইতো সেদিন তুমি খুব হাসতে হাসতে বলেছিলে তুমি এখনও খুব বোকা রয়ে গেছ। আমি বলে ছিলাম; কবিরা'তো বোকাই হয় নাকি? তাছাড়া লম্বা মানুষের হাটুতে বুদ্ধি- তুমিওতো তাই বলে এলে এ ক'টি বছর আজ যদি বোকা না হতাম? ! আমি একদিন মুদ্রার গল্পটা তোমাকে বলেছিলাম তোমাকে বলেছিলাম তুমি মুদ্রা, মেয়ে মানুষতো মুদ্রাই হয়; চকচকে মুদ্রা। তুমি বলেছিলে মেয়েরা মুদ্রা নয়, মুদ্রা দোষ থাকে তোমারও ছিলো তবে মুদ্রা দোষ নয় একেবারেই মুদ্রা হওয়ার, হয়েও গেলে এক কসাইয়ের জোড়া দেয়া থলেতে! আমি লেন-দেন ভালো বুঝিনা বলে আমার খুব মুদ্রা ঘাটতি আছে; তবুও তোমাকে আমি দিয়েছি ভালোবাসার তিনহাজার মুদ্রা কই, কোনদিন তো বলোনি তুমিও মুদ্রার মত হাতবদল হতে ভালবাস ! ভালোবাসার মুদ্রা কেউ বা রাখে কেউ বা হারায়- কিন্তু আমি সেদিন মুদ্রা দিয়ে কিনে ছিলাম তথাকথিত দ্বিচারিণীর এই ছলনার কষ্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।