আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রের মুদ্রা



প্রজাপতি এসেছিলো হাতে ক কদম হাটার পর দম নিয়েছিলো অতি দামী কিছু রয়েছে পশ্চাতে। সন্দেহ ছিলো দেহে দাহ হওয়া স্বর উড়ে যাবে। যাবে যাযাবর কাপড় পড়ার প্রহর। ইশ্বর থাকবেন থোকা থোকা ফুলে। কতিপয় মৌবন মাছির গর্ভে আসে হাসির ছলে এড়িয়ে গেলে মধ্যান্হদিবস। কলমের নাম ম্যাটাডোর কাগজের কোলে মাথা রেখে বিশ্রাম অত:পর দূর্দান্ত সঙ্গম হৃদয়ে টেনেনেয় সমুদ্রের মুদ্রা। নৃত্য শেষে দেহের ঘাম মিটায় সূত্রের দাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।