আমাদের কথা খুঁজে নিন

   

মৃতু্য নয়, দ্বিতীয় জন্ম বলো

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

মৃতু্য অপছন্দ ছিল শামসুর রাহমানের লিখেছেন বেঁচে থাকা মানুষের সংগ্রাম নশ্বর দেহের বিশ্রাম দিয়ে দ্বিতীয় জন্মে তিনি কবিতার মৃতু্যহীন বাঁচা দেখবেন! নিথর দেহে অমিলন শুভ্র বাবরী দুলিয়ে কবিতা আবৃত শরীরে শ্রেষ্ঠত্বের আবৃত্তি অনন্তকাল দেখবেন সবুজ বাংলার প্রকৃতি যুগযুগে জন্মিত বাঙালীর আত্মার দৃষ্টিতে! অধিকারহীন মানুষকে ভাগ্যের বলি দুষে অভিজ্ঞ ধার্মিকেরা ভোগী সুখে ক্ষমতায় শামসুর রাহমান চোখে আঙ্গুলে দেখান বাঙালীর দুঃখের কারণ এ পাপের বোঝা! ধর্মবিক্রেতা শয়তান চিন্থিত হবার শংকায় রাষ্ট্রযন্ত্রকে শিয়রে এসে পবিত্র হতে দেয়নি মানুষের মাঝে বিশুদ্ধ ইশ্বর চিনেছেন বলে শামসুর রাহমান মৃতু্যঞ্জয়ী দ্বিতীয় জন্মে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।