আমাদের কথা খুঁজে নিন

   

কবিকে শেষ শ্রদ্ধা

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

সমগ্র বাংলাদেশের হৃদয় আজ দৃষ্টি রেখেছে কেন্দ্রীয় শহীদ মিনারে... প্রিয় কবি শামসুর রাহমান সশ্রদ্ধ বিদায় জানাতে আবাল বৃদ্ধ বনিতা ছুটেছে তাই শ্বাশত সংগ্রামের উৎসস্থলে .. যেখানে শামসুর রাহমানের কবিতা ঝড় তুলেছে আন্দোলন সংগ্রামে-মানুষের মুক্তির লড়াইয়ে। 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনকে গতিশীল করে -তেমনি- 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দহন' মুক্তিপিয়াসী বাঙ্গালীকে নিয়ে যায় মুক্তিসংগ্রামের অফুরন্ত চেতনার স্রোতে.... জীবনের প্রতিটি অধ্যায়ে যিনি অনুপ্রেরনা হতে পারেন সেই কবিকে কি বিদায় দেয়া সম্ভব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।