আমাদের কথা খুঁজে নিন

   

কবিকে দু:খ দেবে কীভাবে ?

জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি- প্রাজ্ঞ প্রিয় কবির কাছে নাড়া বাঁধা । অহর্নিশ দু:খ বাণে করবে ঝাঝরা? বুকে পোষে দুঃখ হবো নীলকন্ঠ শোনাবো মায়া কীর্তন কষ্ট চাবুকে করবে হৃদয় ক্ষত বিক্ষত? কালো দাগ নিয়ে হবো চাঁদ ছড়াবো মায়াবী জ্যোছনা অভিমান ভরে যাবে চলে দূরে বহুদূরে? বিরহী শব্দ গাঁথবে শুধুই বিষণ্ণ পংক্তি, পারবে কি যেতে তুমি! কবিকে দু:খ দেবে কীভাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।