আমাদের কথা খুঁজে নিন

   

আস্ত পুরান



দুনিয়ার দোড়ী হাজতে গোটা ইনসান লাইফের হুজ্জতি মেঙে ট্যানারি মোড়ের কাভু বিবির হুশ ফিরলো চান্দের বিশতম রাইতে। কালি ফরসা রাইত - গরমু পিয়ে মাথাটা কেমুন ঝং মাইরা থাকে - বাইরে আকাশ খালি নল গিটটি ছোটায় -কাভু বিবি গায়েবী দমকে কুকড়ে যায় - বাম কান্ধে আসীন কাতেবিনের উদ্দেশ্যে বিড়বিড় করে- আমিও ঝোম মারি তুমবাও ঘুমাও ... বেহুশ মাইনস্যের দুষ নাই - কাতেবীন বেকার- চোক্ষে কাজল দিয়া খালি আন্ধা সাজো... ঐশী কলমে জং ধরবো... - ফোকলা মুখে লাল গোলাপী মাড়ি ঝিলিক মারে -হি হি হি হি - জিন্দেগীভর সে ইয়াদ রেখে এসেছে সাক্ষীকে... সাক্ষী নাই তো কাজী সাহেব বিগার টুটিকা বদনা -হাশরের জাবেদা আর মিলবো না - লাগোজ থেকে আরশী বের করে আর চাদপানা মুখখানা দেখে আর ভাবে - এই মুখে দুনিয়ার তাবৎ জেনানার রোশনাই জড়ো হইছে - আরশীরে জিগায় - ক তুই ক - - আরশী তার লদনী গোসাই- সে যা বলে আরশী তাই কয় - কিন্তু হাশরের ময়দানে - ভাবতেই তার মাথা গুলান দিয়্যা ওঠে - ও রে কিরামান তুই ঘুমাইস না ল্যাখ ল্যাখ পিনিক মাইর্যা যত ভালো কাজ - মানকিন কাতেবিন দুই জন একজনের ঘুম পা্ড়াইন্যার আর একজ রে জাগাইনার এন্তেজামে দিনকাল লুচ্ছারগাই - (কিন্তু ওরাও ব্যাটা লোক - ফেরেস্তা হইলে কি হইবো - ঠিকই জেনানার জিন্দেগী গুজরান করে)হাততালের চরকি ঘুরান পেরশান হইয়্যা যায় - কিন্তু আর বেবাক মুখ এরাও সাবুদ মানবে মামুদের দিনে- মাথায় হিজাব টেনে নেয়- পরহেজগার বেসাতি মানাইছে - লোটের বাজারে পরদা বিবি ও হাইট্যা যায় - আর হক্করের বুক টাটায় - কেমুন রঙ এর মেলা হইছে - লোটে ফক্করের দম নিতে নিতে ভাবে ফরিয়াখানার ফরিয়াদের ওয়াক্ত এর টাইম বুঝি হইয়া গ্যাছে - আহ মাবুদ ক্ষমা দ্যাও - তবুও নেশায় বকরী তার আর আজ ইচ্ছে করে না কোন হিজাবী গানে কোমর দুলাইতে - বরঞ্চ কাভূ বিবি ভাবে চামর চান্দ আইজ বুঝি ফুটবো না... শব্দ বুঝিতে না পারিলে ঈমানদারদের জন্য নল গিটটি - বুন্দুকের গুলি (বজ্রপাত এর শব্দ) গরমু - হট ওয়াটার চামর - জোশ্ বিগার টুটিকা বদনা - হিজড়া লদনী - বন্দী লুচ্ছারগাই - বুড়া লোটে ফক্করের - লুঠ করা হালকা মজা কেরামান - ফেরেস্তা - ভালো কাজের হিসাব লেখে- কাতেবীন - মন্দ কাজের হিসাব লেখে - লদনী গোসাই - চামচা পিনিক : নকল/ মিথ্যা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.