আমাদের কথা খুঁজে নিন

   

নিতুর জন্যে ছড়া

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

লেখাটি ১৯৮৬ সালে তৎকালীন দৈনিক দেশ প্রত্রিকায় ছাপা হয়েছিলো। শিশুতোষ লেখা হিসেবে লেখাটি আমারও পছন্দ। তাই সবার সাথে শেয়ার করলাম। ১. ছোট্টমণি নিতুর মাথায় বুদ্ধি হয়েছে শো-কেসে ঐ মাটির পটল যেই না পেয়েছে- অমনি নিয়ে আম্মুকে সে রাঁধতে দিয়েছে। ২. আম্মু সেদিন খাটের তলার ইঁদুর মেরেছে তাই না দেখে খেলনা ইঁদুর নিতুও ধরেছে তারপরে এক লাঠির ঘায়ে কর্ম সেরেছে। ৩. ভাইয়া সেদিন নীলপরীদের ছবি এঁকেছে চুপটি করে নিতুমণি সবই দেখেছে কাঁজল এনে তাইতো তাদের চোখে মেখেছে। ৪. আব্বু সেদিন বাজার থেকে ওষুধ এনেছে ওষুধ খেলে অসুখ সারে নিতুও জেনেছে বিড়ালছানা মন্টিকে তাই খাইয়ে দিয়েছে। ৩০.০৫.১৯৮৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।