আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে বাজে নূপুর

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

দেখো, শব্দ কৃপাণ কীভাবে কাটে ভাবের শরীর দলিত মথিত করে, দক্ষ এক কুমারের হাতে কীভাবে সুডৌল মহিমা গড়ায় নকশী হাড়ির! কতোটুকু ঝড়ে, কী রকম ঝরে হৃদয় প্রপাতে অমিয় প্রেমের স্রোত- এইখানে এসে দেখে যাও তুমি লাস্যময়ী নারী; সপ্তডিঙা মধুকর মাঝে কাঁদে একা মদন মোহন। একটিবার শুধাও হৃদয় নীলিমা কার ছবি আঁকে সকাল ও সাঁঝে। কালির আঁচড় দেখো, কান রাখো এই শব্দতলে হৃদয় টংকারে বাজে ওই কার ঝংকৃত নূপুর! অযুত নক্ষত্র আছে- তবু কেন গাঢ় অমা জ্বলে নেই যেন ধ্রুবতারা, ইশারায় কোন্ সে সুদূর? এইবার এসে দেখো, সু-ফসল সুদ চাষীর বাগান বাড়িতে কোন্ ফল ধরে সুমিষ্ট মধুর। সাহারায় ব'সে কাঁদে প্রাণ একা তৃষ্ণায় অধীর 'লাইলী' 'লাইলী' ব'লে ডাকে কোন্ বেদনা বিধূর! নির্ঝরের শব্দ তোলে, ভাঙে লাজ- নিসর্গের ঘুম সুদুর সাগর আর কতো দূর- মিলন প্রয়াসী মন- কলকল নিরালায় বহে- নিশ্চুপ নিঝুম কোথায় সে হাসি, আর সেই ভালোবাসাবাসি!? 28.06.84

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।