আমাদের কথা খুঁজে নিন

   

পোর্টেবল অ্যাপস

সব অভিমান আকাশের চেনা চেনা..

যারা দৌড়ের উপরে থাকেন অথচ ল্যাপটপ নাই তারা রাস্তা ঘাট আর ল্যাবের পিসি দিয়ে কাজ সারেন। কিন্তু সেসব পিসিতে কি মনের মতো আর দরকারী সফটওয়্যার কি থাকে? তাহলে উপায় কি? একটা 512মেগার পেনড্রাইভ জোগাড় করুন। এরপর চলে যান !@!6461 এ। তারপর মনের মতো সব সফটওয়্যারগুলো নামিয়ে নিয়ে আনজিপ করুন পেনড্রাইভটায়। বাস হয়ে গেল। এখন পথে ঘাটে যেখানেই পিসি পাবেন পেনড্রাইভটা লটকে দিয়ে, ওখান থেকেই রান করুন প্রিয় সফটওয়্যারগুলো। ইনসটল করার বালাই নেই, শুধু প্লাগ-ইন অ্যান্ড রান! এই মুহুর্তে পাবেনঃ পোর্টেবল ফায়ারফক্স (ব্রাউজার) পোর্টেবল থান্ডারবার্ড (ইমেইল ক্লায়েন্ট) পোর্টেবল ওপেন অফিস (এমএস অফিসের জাতভাই) পোর্টেবল গিম্প (ফোটোশপের জাতভাই) পোর্টেবল গাইম (এমএসএন আর ইয়াহুর মিলিত জাতভাই) পোর্টেবল এনভিইউ (ফ্রন্টপেজের জাতভাই) পোর্টেবল ফাইলজিলা (এফটিপি ক্লায়েন্ট) পোর্টেবল ক্ল্যামউইন (অ্যান্টিভাইরাস) পোর্টেবল ভিএলসি মিডিয়া প্লেয়ার পুনশ্চঃ সবগুলি ওপেন সোর্স প্রডাক্ট! পাইরেসীর মামলায় পড়বেন না..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.