আমাদের কথা খুঁজে নিন

   

পোর্টেবল ইউ(মিউ)-টরেন্ট তৈরীর রেসিপি !

আসলান

জিনিসটা হয়ত অনেকেরই জানা, তারপরও যারা জানেন না তাদের জন্য পোস্ট করছি। পোর্টেবল ইউ(মিউ)-টরেন্ট তাদের জন্য উপকারী যারা অফিসে বা সাইবার ক্যাফেতে রেগুলার ইন্টারনেট ইউজ করেন। তারা অনায়েসেই পেনড্রাইভে করে পোর্টেবল ইউ(মিউ)-টরেন্ট নিয়ে ঘোরাফেরা করতে পারেন এবং যেকোনো ইন্টারনেট কানেক্টেড পিসি হতে পোর্টেবল ইউ(মিউ)-টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। সবার আগে আপনাকে ইউ(মিউ)-টরেন্ট ডাউনলোড করতে হবে। তারপর ইউ(মিউ)-টরেন্টের ফাইলটি নতুন একটি ফোল্ডার খুলে তাতে রাখুন, এবং ঐ ফোল্ডারেই খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট খুলুন এবং settings.dat লিখে রিনেম করুন ( .txt এর বদলে ), এর ফলে রিনেমের সময় যে ওয়ার্নিং দেবে সেটি ইয়েস চেপে ওকে করুন। এবার ইউ(মিউ)-টরেন্টের exe ফাইলটা চালু করলেই চালু হয়ে যাবে পোর্টেবল ইউ(মিউ)-টরেন্ট। শেষ কাজ হলো সম্পূর্ণ ফোল্ডারটা পেনড্রাইভে স্হানান্তর করা। যারা এর আগে ইউ(মিউ)-টরেন্ট ইউজ করেছেন এবং ইউ(মিউ)-টরেন্ট প্রেমী তাদের জন্য এই পোস্টটি অনেক কাজে দিবে আশা করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.