আমাদের কথা খুঁজে নিন

   

লেবাননে যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে শান্তি সমাবেশ



লেবাননে যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন শহরে সোমবার রাতে মোমবাতি জ্বালিয়ে শান্তি সমাবেশ হয়েছে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কমপক্ষে 22টি শহরে এ কর্মসূচি পালিত হয়। এএফপি, এপি, রয়টার্স। লেবাননের শিয়াপন্থি হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে ইসরাইলি বাহিনী বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় চার সপ্তাহ ধরে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 27 দিন আগে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে শিশু ও নারীসহ 925 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

দেশটির ত্রাণ কমিটির হিসাবমতে 3 হাজার 400 লেবাননি এই আগ্রাসনে আহত হয়েছে। গৃহহীন হয়েছেন লেবাননের এক-চতুর্থাংশ এলাকার জনগোষ্ঠী। ঘরবাড়ি ছেড়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দেশ ছেড়ে পালিয়েছেন বিদেশী নাগরিকরা। অন্যদিকে ইসরাইলি হামলার পালটা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারাও।

ইসরাইলের ভূখন্ডে স্বল্প ও মাঝারি পাল্লার 1 হাজারেরও বেশি রকেট ছোড়ে তারা। এতে 90 জন ইসরাইলি নিহত হয়েছে, যাদের 54 জন সৈন্য এবং 36 জন বেসামরিক নাগরিক। হিজবুল্লাহকে ধ্বংস করার লক্ষ্যে ইসরাইলি বাহিনী নির্বিচারে হামলা চালাচ্ছে। দক্ষিণ লেবাননে তারা হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পড়ছে। এ অবস্থায় যুদ্ধ বন্ধের দাবিতে সোমবার বিশ্বের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের আহ্বানে সংস্থার শাখা অফিসের উদ্যোগে বিভিন্ন শহরে এ কর্মসূচি পালন করা হয়। প্যারিসে বেশ কিছু লোক কালো কাপড়ে জড়িয়ে প্রতীকী লাশ সেজে প্রতিবাদ জানান। লন্ডনের ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর অফিসে অ্যামনেষ্টির পক্ষ থেকে একটি পিটিশন দাখিল করা হয়। বিক্ষোভকারী নেতা বিয়ানকা জাগারসহ বেশ কিছু লোক টনি ্ব্নেয়ারের অফিসের সামনে জড়ো হন। রোমে 'দ্য কোলিজিয়াম' নামে একটি প্রাচীন রোমান স্থাপনার সামনে কয়েকশ' ইতালিয় জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মোমবাতিগুলোতে ইতালি ভাষায় লেখা ছিল যুদ্ধ বন্ধ কর। হংকংয়ে সমুদ্র তীরবর্তী একটি পোতাশ্রয়ে 100 বিক্ষোভকারী মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতার মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাইওয়ানের রাজধানী তাইপেতে বেশ কিছু লোক প্রার্থনায় অংশ নেন। পশ্চিম আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওনে কয়েকশ' লোক ফ্রি টাউনে অ্যামনেষ্টির সদর দফতরের সামনে জড়ো হয়ে মিছিল-সমাবেশে অংশ নেন। তারা যুদ্ধ বন্ধ এবং বেসামরিক লোকদের রক্ষা করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে স্লোগান দেন।

যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন শহরে কর্মসূচি পালিত হয়েছে। ব্রাসেলসে বিচার ভবনের বাইরে 100-এর বেশি বিক্ষোভকারী কর্মসূচি পালন করেন। এছাড়া আমস্টারডাম, বার্লিন, হ্যানোভার, মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ায় কর্মসূচি পালিত হয়। ইউরোপের বাইরে অষ্ট্রেলিয়া, চিলি, ভারত, ইসরাইল, লেবানন, মালি, নেপাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্রও ভেনিজুয়েলার বিভিন্ন শহরে যুদ্ধ বন্দের দাবিতে সোচ্চার ছিলেন প্রতিবাদী লোকজন। *** সূত্র- দৈনিক সমকাল।

আমার শুধু একটাই প্রশ্ন। আমরা কে কি করছি, মানবতার এই সংকটময় মুহূর্তে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.