আমাদের কথা খুঁজে নিন

   

লেবাননে সিরিয়া বিদ্রোহী-হিজবুল্লাহ তুমুল লড়াই

এক সূত্র ১৫ বিদ্রোহী এবং এক হিজবুল্লাহ গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে। তবে প্রত্যন্ত ওই অঞ্চল থেকে সব মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক হিজবুল্লাহ গেরিলারা সিরীয় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়ে কুসাইর থেকে বিদ্রোহীদের উৎখাতে লড়ছে। অন্যদিকে, লেবাননের সুন্নি মুসলিম যোদ্ধারা যোগ দিয়েছে আসাদ-বিরোধী বিদ্রোহীদের সঙ্গে। সর্বসাম্প্রতিক লড়াই চলছে লেবাননের ভূখন্ড আইন-আল জাউজের কাছে।

বিদ্রোহীরা কুসাইরে হিজবুল্লাহ গেরিলাদের হামলার জবাবে লেবাননে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এর আগে সিরিয়া থেকে অন্তত দু’টি রকেট লেবাননের অভ্যন্তরে ছোঁড়া হয়। রকেটগুলো হারমেল শহরের বেকা উপত্যকায় আঘাত হানে। তবে, এতে হতাহতের কোনো ঘটেনি। সিরিয়ার বিদ্রোহীরা রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে।

বিদ্রোহীদের দাবি, হিজবুল্লাহরা সিরিয়া সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রতিবাদে এ রকেট হামলা চালানো হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.