আমাদের কথা খুঁজে নিন

   

শামসুর রাহমান - কবিতা ভালোবাসার প্রথম নাম!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমাকে কেউ প্রশ্ন করেনি প্রিয় কবি কে? তাই জানানো হয়নি শামসুর রাহমান এর কথা তবে সেই 1988 সাল থেকে সে' - ই গুরু যখন থেকে আমার কবিতা লেখা শুরু! তার প্রথম কবিতা পড়েছিলাম স্কুলে, স্বাধীনতা তুমি, তারপর থেকে তার কবিতাই ছিল আমারস্বাধীনতা আমি পড়তাম আর লিখতাম আর বলতাম নিজেকে এটা শামসুর রাহমানের লেখা, নিজের নৈবেদ্য! একবার পত্রিকা অফিসে একটা চিঠি লিখেছিলাম আমাকে কি তার ঠিকানাটা দেবেন, একবার দেখা করবো! উত্তরহীন 17 বছর পরে তাকে দেখলাম সামনাসামনি অথচ তিনি আমাকে চিনতে পারলেন না প্রায় দেড় যুগে তাকে ধারণ করতে করতে ভেবেছিলাম দেখলেই বুঝি চিনবেন! শামসুর রাহমান আমার নৈয়মিক পাঠ কবিতা-ভালোবাসার প্রথম নাম! তাকে ফেরত যে আসতেই হবে শ্রেষ্ঠ কবিতাটা আমি তার হাতেই দিতে চাই তিনি পড়ে বলবেন, ভাল! আমার এটুকু্ চাওয়াই অবশিষ্ট!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।