আমাদের কথা খুঁজে নিন

   

প্লেন থেকে প্লেন

আমার ব্যক্তিগত ব্লগ

ঢাকায় যখন একেবারে চলে আসবো। সেবার একটা বড় প্লেনে চড়লাম, জাম্বো টাম্বো কিছু হবে। দু'পাশে বসার জায়গা ছাড়াও মাঝখানে বেস কিছু সিট (6/9) মনে নেই। সবাই খুব খুশি বড় প্লেনে উঠে, আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমাদের সিট ছিল মাঝখানে, জানালার পাশে না।

দুর জানালা দিয়ে যদি তাকাতে নাই(কিছু দেখি আর না দেখি) পারি তো প্লেনে চরে কি লাভ? আমার চেহাড়া দেখে আব্বার দয়া হলো। এক বাংগালী ভদ্্রলোককে অনুরোধ করে, ওনার জানালার পাশে বসানো হলো। আমি মহা আনন্দে বাইরে তাকিয়ে রইলাম। যদিও মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছিলো না, তাতে কি? হঠাৎ দেখলাম, আরেকটা প্লেন, আমি জানিনাহ এটা কি করে সম্ভব, এক ঝলকের জন্য সত্যি দেখেছি। কিন্তু এখন মনে হয় ওটা বালিকার কল্পনা ছিল, না হলে মেঘের মধ্যে কি আর দেখা সম্ভব? এতো কাছ দিয়ে নিশ্চয় প্লেন চলে না! কিছুক্ষণ পড়ে ঐ লোক বললেন, কি হয়েছে দেখা? আমি চমকে উঠলাম, উনি যাননি! দাড়িয়ে আছেন! আমি ভেবেছিলাম, উনি আমার জায়গায় বসেছেন, আমরা জায়গা চেনজ করেছি।

খুবই লজ্জিত হলাম, আগে জানলে এসে বসতামই না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।