আমাদের কথা খুঁজে নিন

   

পানির নীচে চলবে প্লেন!!

:)
সম্প্রতি স্যার রিচার্ড ব্র্যানসনের প্রতিষ্ঠান ভার্জিন লিমিটেড ‘নেকার নিম্ফ’ নামের এমন একটি প্লেন চালু করেছে যেটি পানির নিচেও চলবে! খবর ইয়াহু ফাইন্যান্স এর। রিচার্ড ব্রানসনের মালিকানাধীন দ্বীপ নেকার আইল্যান্ডে ছুটি কাটাতে আসা অতিথিরা এই ‘নেকার নিম্ফ’ এ ভ্রমণও করতে পারবেন। জানা গেছে, এই প্লেনটি চলবে ক্যারিবিয়ান সাগরের গভীরে। প্লেনটি তৈরি করেছে হকিস ওশন টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান। প্লেনটি ভূমি থেকে বা নৌকা থেকে ২ জন আরোহী ও ১ জন পাইলট নিয়ে চলতে পারে।

সমুদ্রের তলদেশে এই প্লেন ডানার নীচের দিকের চাপ ব্যবহার করে। আর পানির নিচে গেলে ২ ঘন্টারও বেশি সময় থাকতে পারে প্লেনটি। এইসময় খোলা ককপিট থেকে আরোহী চারদিকের সব দৃশ্যই উপভোগ করতে পারবেন। ‘নেকার নিম্ফ’ এর গতি ঘন্টায় সর্ব্বোচ ২ থেকে ৫ নটিক্যাল মাইল। এটি একবারে ডাইভ দিতে পারবে ১ শ’ ফুটেরও বেশি।

এতে ভ্রমণ করতে চাইলে খরচ করতে হবে সপ্তাহে ৮৮ হাজার ডলার । আর পুরো দ্বীপের অভিজ্ঞতা নিতে খরচ পড়বে ৪ লাখ ডলার। তবে ভ্রমণকারীকে অবশ্যই সমুদ্রের নীচে চলার পদ্ধতি অর্থাৎ স্কুবা ডাইভিং জানতে হবে বা সাহায্য নিতে হবে অভিজ্ঞ কোনো স্কুবা ডাইভারের। ২০ ফ্রেব্রুয়ারি চালু হতে পারে পানির নীচে চলতে সক্ষম এই ‘নেকার নিম্ফ’। তথ্যঃ বিডিনিউজ২৪
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.