আমাদের কথা খুঁজে নিন

   

রবি'র প্লেন-ঘুড়ি দ্বৈরথ !



রবি (সাবেক একটেল) মজার মজার বিজ্ঞাপন দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছে। এর মধ্যে একটা হলো ঘুড়ি দিয়ে প্লেন ধরার চেষ্টা (নাকি ব্যর্থ চেষ্টা ?)। এ চেষ্টা কিছু প্রশ্নের সৃষ্টি করে। যেমন- বিমান যে পথে এত নীচু দিয়ে ওড়ে তার এত কাছে জনসাধারণের প্রবেশাধিকার আছে কি ? বিমান ওড়ার যে প্রযুক্তি ব্যবহৃত হয় তাতে পেছন দিকে বিপুল বাতাস প্রবাহিত হয়। তেমন তীব্র বাতাসে ঘুড়ি ওড়ানো সম্ভব কি ? বিমানের ইন্জিন সামনে থেকে প্রচুর বাতাস টেনে নেয়। সেই তোড়ের মুখেও ঘুড়ি ওড়ানো সম্ভব কি ? ঘুড়ি বাতাসের টানে ইন্জিনে ঢুকে ইন্জিনের জন্য সমস্যা সৃষ্টি করবে না ? এ সব আম জনতার প্রশ্ন। ওয়াকিফহাল মহল এর উপযুক্ত জবাব দিতে পারবেন। জবাবগুলো জানতে মন চায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।