আমাদের কথা খুঁজে নিন

   

একটি ব্রিটিশ আইন, কনের সাজ এবং পাগলার বিবেচনা

নিঃস্ব হবো জেনেও, দর্শনার্থী আমি। ১৭৭০ সালে ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ হয়েছিলো যে, বিবাহের দিন যদি কনে তার সাঁজে প্রসাধনী ব্যাবহার করে চার্চে আসেন তবে সে বিবাহ নাকচ করা হবে । ভাবছি যদি এই আইনখানা এখন থাকতো তবে বিউটি পার্লারের বিউটি আপাদের কি অবস্থাটা হত !!! আমার ব্যক্তিগত বিবেচনা। এই আইন খানা অতি উত্তম ছিল। বিউটি পার্লারগুলোয় কনে সাজানোর নামে কনেরা যে প্রহসনের সম্মুখিন হন তা সত্যি দুঃখজনক।

তবে সবচে মজার বিষয় হচ্ছে এ ব্যাপারে তারাও নির্লিপ্ত। তারা জানেও না টাকা খরচ করে তারা কেমন ভোঁদড় সেজে আসছে !!! সের খানেক ময়দা কনের চাঁদ মুখ বদন খানায় মাখিয়ে তার যে একখানা ছিরি করে তা বেশ দেখার মত দৃশ্য । এই ময়দার প্রলেপ শেষে কোন কোদাল দিয়ে ছেঁচে তোলে, তা জানবার আগ্রহ আমার প্রবল । 'simplicity is the best ornament' - কথাটির সাথে আমি শতভাগ সহমত পোষণ করি। কৃত্রিমতা কখনই প্রকৃত সৌন্দর্যকে ছাড়িয়ে যেতে পারে না।

যদি ময়দার ওই প্রলেপ এই দুঃসাধ্য সাধনও করে, পানির এক ঝাপ্টাই কি ভেতরের সত্যটা প্রকাশ করার জন্য যথেষ্ট নয় !!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.