আমাদের কথা খুঁজে নিন

   

নাইন আওয়ার্স ট ু রামা

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

মার্ক রবসনের ছবি। 1963তে তৈরি। অনেক আগে দেখেছিলাম ছবিটা। কিন্তু এখনও স্পষ্ট মনে আছে।

এই ছবিটা ইনডিয়ান সাবকন্টিনেন্টে এভেইলএবল নয়। সম্ভবত ভারতে নিষিদ্ধ। শমিত বলতে পারবে ফ্যাক্টটা। কিন্তু শমিত কই? গান্ধীজীর এ্যাসানিনেশন নিয়ে তৈরি ছবি এটি। রিচার্ডএটেনবোরার গান্ধী 1982 সালে।

সে দিক থেকে নাইন আওয়ার্সআগের ছবি। বলাবাহুল্য ওয়েস্টের চোখে এই ছবিটিও নির্মিত। কিন্তু এর নায়ক গান্ধীজী নন, নথুরাম গডসে। ব্রাহ্মণ নথুরাম গডসে ব্রিটিশ আর্মির চাকরি ছেড়ে দেয়। ছবিটিতে হিন্দু-মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে সে সিদ্ধান্তে আসে একমাত্র গান্ধীজীকে হত্যা করতে পারলেই এই সিভিল আনরেস্ট থামতে পারে।

তার মতে, অহিংসাই অস্থিরতার কারণ। এক বিবাহিত নারীর সঙ্গে প্রেম করতে গিয়ে ওই বিকালে গডসে অপরাধবোধে ভোগে। নিজের অস্থির জীবনের কথা মনে পড়ে তার। এক পতিতার সঙ্গে সম্পর্কের কথাও তার মনে হয়। এই সময়েই তার চারদিকে অস্থিরতা বেড়ে ওঠে।

গান্ধী তার প্রতিদিনের সফরে বের হন পুলিশের নিষেধ সত্ত্বেও। সুযোগ বুঝে নিজের পিস্তল ব্যবহার করে তাকে হত্যা করে সে। মুভিটা গডসের প্রতি খানিকটা হলেও সহানুভূতিশীল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।