আমাদের কথা খুঁজে নিন

   

ইসরায়েল ও লেবানন যুদ্ধের মিডিয়া যুদ্ধ এবং ইরান রেডিও বাংলা সার্ভিস

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

বর্তমানে পশ্চিমা মিডিয়ার খবর পরিবেশনের বায়াসড মনোভাবের কথা কারো অজানা নয়। সচেতন যে কেউ যারা দুনিয়ার খবর রাখেন তারা বিবিসি বা সিএনএন এর মতো নিউজ মিডিয়াতে খবর পরিবেশনের ঢং দেখলেই ধরতে পারবে তাদের পরিবেশনার রং কোনদিকে। একই খবর ভিন্ন ভাবে পরিবেশন করে দুনিয়া ব্যাপী মগজ ধোলাই করার উদ্দেশ্যে পৃথিবী জুড়ে বিবিসি, সিএনএন এর ফ্রি সম্প্রচারের ব্যবস্থা (অনেকে তেড়ে কমেন্ট করতে পারেন এর প্রতিবাদে, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তবতা। ) বিবিসি, সিএনএন যথেষ্ট বস্তুনিষ্ট অনেক কিছু প্রচার করলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের বায়াস খবর পরিবেশনা দেখলে মেজাজটাই খিচড়ে যায়। ইসরায়েল লেবানন কনফ্লিকটের অন্য দিকের খবর শুনতে হলে ইরানের বাংলা সার্ভিসের সরনাপন্ন হতে পারেন।

ইরান যেহেতু প্রো-হিজবুল্লাহ সেহেতু তাদের পরিবেশনা অন্য ধরনের। উদাহরন দেই: পশ্চিমা মিডিয়াতে প্রায়শই ইসরায়েলের সৈন্যদের হতাহতের সংখ্যা এড়িয়ে যাওয়া হয়, আরব বিশ্বের মতামত পরিবেশন করা হয় খুব ঘুড়িয়ে পেচিয়ে। ইরানী বাংলা সার্ভিস শুনলে ব্যাপারটা খুব ভালো ধরা যায়। বলা বাহুল্য ইরানী সংবাদ পরিবেশনও যে ধোয়া তুলসী পাতা তা নয়। তবে দুই দিকের খবর যারা শুনতে আগ্রহী তাদের জন্য এটা খুব ভালো একটা সোর্স।

ধরতে পারবেন কিভাবে বিভিন্ন নিউজ পশ্চিমা মিডিয়াতে ভিন্নভাবে পরিবেশিত হয়। [link|http://www.irib.ir/worldservice/banglaradio/bangla.htm|GB wVKvbvq wM

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.