আমাদের কথা খুঁজে নিন

   

বিপদ আমার



আজকে সকালে কোন কাজ ছিল না। আম্মু অফিসে যায় নয়টায়। চিন্তা করলাম ঘুম থেকে উঠব আটটায় তারপর নয়টা পর্যনত কোন মতৈ পার করব। তারপর সাড়ে নয়টায় স্কুলে যাব। দশটা থেকে টিফিন ঘন্টা।

স্কুলে গেলাম আমারএক বন্ধু আমাকে দেখেই রিনয় আজকে আর ক্লাস করব না চল ঈদগাহে খেলতে যাই। আমি বললাম বাকিরা কই??? সজিব বলল সব আসতেছে............আমি আর সজিব হাঁটতে হাঁটতে গেলাম ঈদগাহে। দেখি সবাই হাজির উদ্দেশ্য ক্লাশ ফাকি দিয়ে খেলা। আমি অবশ্য খেলতেই আসছিলাম। পরে যখন খেলা শেষ হল তখন বাজে 12টা।

আমরা সবাই স্কুলে আসলাম,চটপটি খাচ্ছিলাম ঠিক তখনই আমাদের ক্লাস টিচার বের হল গেইট দিয়ে আমি তো খেয়ালই করি নাই। স্যার আমাকে ডাকল আমি গেলাম। বলল আজকে স্কুলে আস নাই কেন???আমি বললাম জ্বর ছিল স্যার। তখন উনি বলল 'ঠিক আছে'। খুব মেজাজ নিয়ে বলছিল কথাটা।

এখন তো মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া আগামিকাল স্কুলে যাইতে পারব না। আর গেলে বেতের বারি খাইতে হবে। এখন আম্মু ও বলতেছে দিবে না। এখন কি করা যায় বলেন তো??? আমি ঠিক করছি এই সপ্তাহটা স্কুলের নাম দিয়ে বের হয়ে বন্ধুদের সাথে ঘুরবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।