আমাদের কথা খুঁজে নিন

   

দিগন্তের ওপারে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

মাঠের ওপারে মাঠ, তারপর দুর্গম পাহাড় বিস্তীর্ণ মরুর শেষে সবুজ শ্যামল কিংবা একরাশ বালুকার ধূ ধূ কতো কী পেরিয়ে এসে এতোদূরে দাঁড়িয়ে রয়েছি আমি- দিগন্তের শেষে এক বৃক্ষের মতোন। কতোনা বছর, হাজার প্রহর কেটে গেছে অপেক্ষায় তার- ফোটেনি সুগন্ধি ফুল ডালে ডালে কিংবা বসেনি কোনো পাখি ফাগুনের দিনে। অপেক্ষায় থাকি শুনবো মধুর গান কোকিলের বাজবে বাতাসে ধ্বনি শনশন সুরেলা আমেজে- চোখে জাগে শুধু বিনিদ্র প্রহর অন্ধকারে জানে না সে, অপেক্ষায় থাকি কিসের আশায় দিগন্তের ওপারে যেমন বটবৃক্ষ এক বড়োই একাকী দুঃখবাদী কবির মতোন; আসে না সে, জমে থাকে প্রেম এই বুকের গভীরে তার আসার আশায়। 08.01.2004

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.