আমাদের কথা খুঁজে নিন

   

একটা চিঠি দিগন্তের একটু নিচে ।।

ব্লগে আজ আমার যাত্রা শুরু হলো , রাস্তা ঘাট সব আজব আজব লাগতাসে!! প্রিয় ঘাস ফড়িং , জানিস আমি তোকে নিয়ে ভেবে ভেবে পার কোরে দিতে পারি পঁচিশ টা ঘণ্টা । আবার ভেবে ভেবে ঘুমিয়ে ওঁ পার কোরে দিতে পারি গোটা এক্ টা আস্ত রাত ! আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি ঠিক নতুন বাতাসে খেলে বেড়ানো ধানক্ষেত এর মত। । আমি জানি তোর উড়ে বেড়ানো স্বভাব , এ ক্ষেত থেকে সে ক্ষেত এ । ।

এ মাঠ থেকে সে মাঠ এ । আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি । দেখতেই আমার বেশি ভাল লাগে। । তোর মতো ছুঁয়ে স্বাদ নেবার থেকে দেখে চোখ জুড়াতেয় আমার যত আনন্দ ! তোঁর অন্য ক্ষেতে যেয়ে বসে থাকা , ঘুরে বেড়ানো এক সবুজ থেকে অন্য সবুজে .।

ধানগুলো কে নিয়ে ইচ্ছেখুশি খেলা করা দেখতে আমার বেশ ভাল ই লাগে । আমি শুধু গাল এ হাত দিয়ে দেখি । কিন্তু আনমনে অথবা ইচ্ছাকৃত ভাবে যদি কখনো আমার সীমানা আইলে ঢুকে পড়িস তখন ই ত আমার যতো অস্থিরতা ! কি করবো আমি , তোকে বসতে বলবো ? নাকি বলবো যেমন ইচ্ছা পাখনা মেল ওই নীল আকাশে .... মাঝে মাঝে যে অভিমান হয় না তোর ওপর তা নয় ! মনে হয় বলে দিই তুই থাক না পড়ে ঐ পাশের মাঠে ! ওখানকার ধানগুলো বেশি চকচকে আর সোনালি। অথবা মনে হয় নিজের মাঠটাকে প্রখর রোদে পুড়িয়ে একদম মরুভূমি কোরে ফেলি .. যেন তুই হেয়ালি তে চাইলে ওঁ না বসতে পারিস ! তখন আমি স্থির হবো , শান্ত হব খুব । আর তোর অস্থিরতা দেখে মিটিমিটি হাসবো .।

। অস্থির ঘাসফড়িঙ , একটা কথা বলি? তোর অস্থিরতা তো তোর সৌন্দর্য ! যা সবাই কে আকর্ষণ করে .। ওঁটা কে কোথাও স্থির করিস না কিন্তু ! নইলে আমার দিন রাত্রি সব একঘেয়ে হয়ে যাবে যে ... !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.