আমাদের কথা খুঁজে নিন

   

নিরবে মরি মরি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

মামুন ম. আজিজ //2006 কথা নয় যেন মিথ্যার বিবমিষা। সভা নয় যেন প্রতারণার আখড়া। বলছে অনর্গল যা শুনলে খুশি হয় আশাবদ্ধ জনগণ, অভিজ্ঞতা শিখিয়েছে নির্ভুল সম্মুখ গোষ্ঠীর তুষ্টি। বাল্বের আলোতে অঙ্গুলী ইশারায় বলছে সূর্য উঠেছে আর হৈ হৈ কাতারে কাতারে সব পোহাচ্ছে রোদ! টুপি দাড়ি কারও কারও মাঝে ঢেকেছে সাপের দেহ ধর্মের মোড়কে চালক সেজে গাড়ি ছুটিয়েছে নিয়ে দূর্বার গতি । করব, বাঁচাব, হয়ে যাবে, রক্ষা হবে বলছে আরও সুধরাবে যুব সমাজ , পর্দার পেছনে কোন উঠতি যুব নেতা অপেক্ষা করছে গুরুর , হাতে হুইস্কির বোতল।

বলেই চলেছে বিনা বাধায়, ' আমার গায়ে সাদা দাগ আর ওরা যারা শত্রু, দাগ গায়ে কালো। কেউ কেউ তাই সাদা খুঁজে সাদা পায় আর কেই কালো খুজে কালোই। শত্রু মিত্র কথা নয় , কথা দেখার ইচ্ছায়। বাস্তবে কারও চোখে জেব্রার চামড়ার মত দৃষ্টিবিভ্রম খেলা। লাল সবুজ পতাকার যেমন লালে তাকালে লাল আর সবুজে তাকালে শধুই সবুজ, যে যা দেখতে চায়।

অজ্ঞাতে আড়াল লাল সবুজের প্রকৃত জমিন; স্বাধীন আমার দেশ। পতাকার কাপড় ঁেবধে মিছিল মিটিং, কোথায় স্বাধীন জমিন? কোথায় স্বাধীন দেশপ্রেম? লঠিসোটার ঠকঠক, পোটাপেটির শব্দ; গুলির আওয়াজ, নেতাদের কথার ফুলঝুরি, ওদিকে অনেক কথার মাঝে আপন স্বার্থ ই উচ্চকিত নিরবে। আর চক্ষুযুক্ত জনগণ হয়ে কেউ কেউ আমরা শুধু গোপনে মরি মরি। ------------------14/07/06

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।