আমাদের কথা খুঁজে নিন

   

এক্সট্রা সোলার প্ল্যানেটস



... মানে দাড়াচ্ছে আমাদের সৌরজগতের বাইরের গ্রহ। সুর্য ছাড়া বাকী নক্ষত্রদের চারপাশে যে গ্রহ আছে বা থাকতে পারে তা সহজেই অনুমেয়, অসংখ্য সায়েন্স ফিকশনের কাহিনীতে এসব গ্রহের উল্লেখ আছে, তারপরও ফিকশনের বাইরে এরকম প্রথম গ্রহ আবিস্কার করতে নব্বই এর দশক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। গ্রহ আবিস্কার তুলনামুলক ভাবে কঠিন, যেহেতু গ্রহের নিজস্ব আলো নেই, এজন্য এরা এতই অনুজ্জ্বল যে বর্তমানের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপেও অন্য নক্ষত্রের গ্রহ দেখা মুস্কিল। তবে বেশ কিছু পরোক্ষ পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে গত একদশকে প্রায় দুইশত গ্রহ আবিস্কার সম্ভব হয়েছে। কলেজে থাকতে বাসায় ফেরার আগে নীলক্ষেতে অনেক সময় নষ্ট করতাম, ভেতরের দিকে বিরিয়ানীর দোকানের পিছনে একটা পুরনো ইংরেজী বই পত্রপত্রিকার দোকান ছিল, পুরনো পত্রিকা সংগ্রহ করা নেশা ছিল ... যাহোক একটা সায়েন্টিফিক অ্যামেরিকান ম্যাগাজিনে হাতে আকা বেশ কিছু বহিঃজগতীয় গ্রহের ছবি ছিল, আর্টিস্টের চমৎকার ইমাজিনেশন। কোন কোন ছবিতে গ্রহটি হয়তো নিউট্রন স্টার বা Pulsar-এর চারপাশে ঘুরছে, আরেকটা মনে আছে রেড সুপার জায়ান্ট Antares ([link|http://antwrp.gsfc.nasa.gov/apod/ap980726.html|e

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.