আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটির শুভলং ঃ ছুঁয়ে এলাম শ্বেত শুভ্র সিক্ত অনুভব (1)

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

সাদা । ধবধবে, সুন্দর, বিশুদ্ধ এক সাদা। ঝকঝকে, অমলিন, স্বচ্ছ সুন্দর এক সাদা। An endless show of beautiful pure white..... An endless flow of transparent & tremendous white.... হ্যাঁ, রাঙামাটির আকাশভেঙে নেমে আসা সেই বিশাল অনিঃশেষ জীবন্ত ঝরণাধারার রঙটিকে প্রকাশ করা যায় শুধু এসব উপমা দিয়েই। তাকে অসামান্য করে তুলে ধরতে হয় বিশুদ্ধ 'সাদা'র অপরূপ প্রলেপ দিয়ে, তার স্বচ্ছ প্রানের মধ্যে অশেষ অনন্ত প্রাণ খুঁজে নিতে হয়-এমন সমৃদ্ধ সব 'সাদা'র মহিমা দিয়েই।

.... সেই গর্জন, সেই তুমুল বেগে ঝরণাধারার স্রোতস্বিনী পানিপ্রবাহের মাটিতে আছড়ে পড়ার অপরূপ সব দৃশ্যের মধ্যেই ছিল শুধু শ্বেত-শুভ্র সাদা রঙের খেলা। ঝরণাধারাটির সেই দিগন্ত ছোঁয়া ঝিরি-ঝিরি, মেঘ আদুরে 'সাদা' র সামনে এসে আমাদের স্পীড বোট যখন তীরে ভিড়লো, তখন ঘড়িতে বেলা বারোটা পঁচিশ। 7 ই জুলাইয়ের 'রাঙামাটি'র আকাশ তখন কাঁদছে অঝোরে । বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমরা সব। আমাদের ক্যামেরা, মোবাইল , গায়ের টিয়া রঙ গেঞ্জী.....ভিজে যাচ্ছে সবই।

প্রকৃতির এমন অপার মহিমা দেখে মুগ্ধ আনন্দে থমকে যাওয়া আমাদের এতোকালের উপোষী এই চোখ- ভিজে যাচ্ছে তা'ও। .... বলছিলাম রাঙামাটির শুভলঙ-এর অাঁকাশছোয়া বিশাল আকারের ঝরণাধারাটির কথা। যার সামনে গিয়ে দাড়ালে মনে হতে পারে- সেখানে সৌন্দর্যের সমৃদ্ধ অবয়ব সাধারণ মাত্রা ছাড়িয়ে পুত-পবিত্র এক ঐশ্বরিক মহিমায় পৌঁছে গিয়েছে বলেই , প্রকৃতির সবুজ রঙটিও পরিবর্তিত হয়ে পড়েছে শুভ্র-সতেজ এক প্রাণবন্ত 'সাদা'য়। আর সাদা মানেইতো সেখানে আছে- অসামান্য স্বচ্ছতা, সীমাহীন বিশ্বস্ততা আর সততা ও পবিত্রতার পরম প্রার্থিত যতো পরশ! শুভলঙ-এর ঝরণা ধারার সামনে দাড়িয়ে- নির্বাক বিমুগ্ধ দৃষ্টি আর ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে মনে পড়ে যায় সেকথাই। মনে পড়ে যায়- হৃদয়ে কাঁপন তুলে দেওয়া সেই প্রখর অনন্ত জিজ্ঞাসা- "সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কোন দান-কে অস্বীকার করিবে ? "(সূরা আর রাহমান, আয়াত -13র বাংলা অনুবাদ থেকে উদ্ধৃতি)।

যাত্রা শুরু হয়েছিল 6 তারিখ বৃহসপতিবার প্রায় মধ্যরাতে। ঢাকার আকাশে সেদিন সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টি। এমন বৃষ্টি, মনে হলো আকাশ তার জমিয়ে রাখা সকল কান্না ঝরিয়ে দিতে চায় আজ রাত্তিরেই। একবার মনে হলো- এমন দুর্যোগের মধ্যে বোধহয় রাঙামাটি যাওয়াটা ঠিক হচ্ছেনা। কিন্তু তারপরেও দুর্দান্ত মানসিক শক্তি ও সাহস সঞ্চয় করে রাত প্রায় এগারোটায় আমরা প্রায় পঞ্চাশ জন উঠে গেলাম বিশাল এক বাসে।

সাতদিন আগে শুরু হওয়া অফিসিয়াল একটি প্রোগ্রামের এনডিং ফিল্ড ট্যুরের অংশ হিসাবে শুরু হয়েছিল এ জার্নি । অবশ্য, তখনো জানতামনা- সে জার্নি পরিবর্তিত হয়ে গিয়ে পরিণত হবে- 'Just a journey to observe, feel & believe the endless power of Allmighty

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.